কাটবেনা আকাশের কালো মেঘ স্বাধীনতা দিবস পর্যন্ত। একবার বৃষ্টি নামলে চলতেই থাকবে বৃষ্টি। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, August 08, 2023

কাটবেনা আকাশের কালো মেঘ স্বাধীনতা দিবস পর্যন্ত। একবার বৃষ্টি নামলে চলতেই থাকবে বৃষ্টি।

নিজস্ব সংবাদদাতা: দফায় দফায় বৃষ্টির দিন শেষ। সেই ঘন নীল আকাশ হঠাৎ করে কালো করে বৃষ্টি আর নয়। ঘটেছে বড়োসড়ো আবহাওয়ার পরিবর্তন। আগামী ৭ দিন দিনের বেশিরভাগ সময় আকাশ ঘন কালো মেঘে ঢাকা থাকবে। রোদ সামান্য কিছু সময়ের জন্য উঠলেও সেই জুলাইয়ের ঝলমলে নীল আকাশের দেখা পাওয়া যাবেনা। রোদ সামান্য বেরোলেও তা ঘোলাটে ধরনের রোদ। বৃষ্টি একবার শুরু হলে চট করে বন্ধ হবেনা। কখনো রিমঝিম আবার কখনো ঝমঝম। আবার কখনো কখনো ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের উপর অতি মাত্রায় সক্রিয় হয়েছে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা যার জন্য আগামী ৭ দিন বৃষ্টিমুখর আবহাওয়া চলবে দক্ষিণবঙ্গে। বেশিরভাগ সময় আকাশ ঘনকালো মেঘে ঢাকা থাকবে। জুন -জুলাই মাসে তৈরি হওয়া একের পর এক নিম্নচাপ ওড়িশা অভিমুখী হবার জন্য ময়েশ্চার ইনকারশনের বৃষ্টি ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টি পায়নি বেশিরভাগ সময় আকাশ নীল ছিল। কিন্তু বর্তমানে পশ্চিমা বাতাস সক্রিয় হবার কারণে বেশিরভাগ সময় আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে আগামী ৭ দিনে বাড়বে বৃষ্টি।
৮/৮/২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......