যেমনটা কিছুদিন আগে বলেছিলাম সেই মতন শুরু হয়ে গেছে সমগ্র বাংলা জুড়ে বৃষ্টিপাত , এই বছরে এই প্রথম বর্ষা মৌসুমে এইরকম একটানা বৃষ্টিপাত পাচ্ছে বাংলা কিন্তু প্রশ্ন হল এই বৃষ্টিপাত কত দিন চলবে ? যেহেতু মৌসুমী অক্ষরেখা বর্তমানে দক্ষিণ বঙ্গের উপর অবস্থান করছে তাই বাংলা বৃষ্টিপাত পাচ্ছে , আপনি যদি ভারতের বাকি অংশের চিত্র এই মুহূর্তে দেখেন তবে আপনি জানতে পারবেন যে বাংলা ছাড়া আর মাত্র উত্তর-পূর্ব ভারত এবং উত্তর প্রদেশ এই মুহূর্তে বৃষ্টি পাচ্ছে। ভারতের বাকি অংশে বৃষ্টি প্রায় নেই বললেই চলে । আগামী ৯-১০ তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে কারণ মৌসুমী অক্ষরেখা ক্রমশ উত্তরে সরবে । এই বৃষ্টিহীন মৌসুমে বাংলার এই বৃষ্টিপাত সামগ্রিকভাবে অত্যন্ত জরুরি ছিল । তবে ভারতবর্ষের বাকি অংশের অবস্থা অত্যন্ত শোচনীয় । আমরা সকলেই স্বাভাবিক বৃষ্টিপাত কামনা করি তবে প্রকৃতিই সব , এল নিনো বছর হলেও এই বৃষ্টিহীন মৌসুম সত্যিই সবাইকে চিন্তিত করে তুলেছেন কারণ বৃষ্টি অত্যন্ত জরুরি কৃষিভিত্তিক আমাদের এই দেশে , তবে শুধু কৃষি ক্ষেত্র বলেই নয় বাকি আরো বিভিন্ন ক্ষেত্রে বর্ষা আমাদের দৈনন্দিন জীবন যাপনের জন্য অত্যন্ত জরুরি । তাই সবশেষে একটাই কথা বলব যে প্রকৃতির খেয়াল রাখুন তবেই প্রকৃতি আপনার খেয়াল রাখবে ।
cyclone
Monday, August 07, 2023
Home
Unlabelled
বাংলা জুড়ে রিমঝিম বৃষ্টিপাত , মরসুমের প্রথম দীর্ঘস্থায়ী বৃষ্টি পেয়ে আনন্দে বাংলা , কিন্তু ভারতের বাকি অংশের চিত্র ঠিক কেমন ? এই বৃষ্টিপাতই বা কতদিন চলবে ?
বাংলা জুড়ে রিমঝিম বৃষ্টিপাত , মরসুমের প্রথম দীর্ঘস্থায়ী বৃষ্টি পেয়ে আনন্দে বাংলা , কিন্তু ভারতের বাকি অংশের চিত্র ঠিক কেমন ? এই বৃষ্টিপাতই বা কতদিন চলবে ?
About ABHRANEEL DAS GUPTA
Best, Accurate, Largest and advance Weather forecasting Network of East India.
Subscribe to:
Post Comments (Atom)
Weather Prediction Model
Comming Soon......
No comments:
Post a Comment