সপ্তাহের প্রথম কর্মদিবসে হাঁস ফাঁস করা প্রচণ্ড কষ্টকর ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম দক্ষিণবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, September 10, 2023

সপ্তাহের প্রথম কর্মদিবসে হাঁস ফাঁস করা প্রচণ্ড কষ্টকর ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম দক্ষিণবঙ্গে।

নিজস্ব সংবাদদাতা: রবিবার রবির তেজে পুড়েছে দক্ষিণবঙ্গ। সাথে কোথাও কোথাও বিছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা গেছে। ১১ই সেপ্টেম্বর ২০২৩ অর্থাৎ সোমবার প্রচণ্ড কষ্টকর ভ্যাপসা গুমোট গরম অনুভব হতে পারে সমগ্র দক্ষিণবঙ্গে। গত সপ্তাহের শেষ দিকে বঙ্গোপসাগরে তৈরি হয়েছিল নিম্নচাপ যার প্রভাবে বিক্ষিপ্ত থেকে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা গেছে দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ও তৎসংলগ্ন পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে। গত সপ্তাহে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে অনেক দূরে চলে গেছে ও সেই সঙ্গে মৌসুমী অক্ষরেখাটি দুর্বল হয়ে পড়ার জন্য ফের রবির তেজ ও ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা হচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ যদিও কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে রবিবার তবে দক্ষিণবঙ্গের বড়ো অংশ জুড়েই ও দিনের বেশিরভাগ সময়ই ভ্যাপসা গুমোট গরম অব্যাহত রয়েছে। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত ও প্রচণ্ড কষ্টকর ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে। কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪-৩৬°সে এর আশেপাশে তবে পরিমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকার কারণে আদ্রতাজনিত অস্বস্তিকর ঘর্মাক্ত ভ্যাপসা গরম অনুভব হবে। রোদের নীচে ভীষণ কষ্টকর অবস্থা হবে। সমগ্র দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া থাকবে দেখে নেওয়া যাক:
⛅ মূলত আংশিক মেঘলা আকাশ। কখনো মেঘ আবার কখনো রোদ। দিনের বেশ কিছু সময় চড়া রোদ সহ ভীষণ কষ্টকর ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে।
🥵 আদ্র ও অস্বস্তিকর ঘর্মাক্ত ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে। প্রচণ্ড গরমে দরদর করে ঘাম হবে ও ভীষণ কষ্টকর ভ্যাপসা গরম অনুভব হবে। দিনরাত গরমের কষ্ট অনুভব হবে।
⛈️ স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আঞ্চলিক এই বজ্রগর্ভ মেঘ থেকে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ থাকতে পারে। যে সমস্ত অঞ্চলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হবে সেখানে স্বল্পসময়ে মুষলধারে বৃষ্টি হতে পারে তবে এই বৃষ্টির বণ্টন ও পরিসর খুব কম স্থানেই থাকবে।
🌡️ সমগ্র দক্ষিণবঙ্গে গড় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪-৩৫°সে এর আশেপাশে।
১০ ই সেপ্টেম্বর ২০২৩ (রাত ১০টা)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......