উত্তরবঙ্গের ঘন কুয়াশার দাপট। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, December 24, 2025

উত্তরবঙ্গের ঘন কুয়াশার দাপট।

বিগত কয়েক দিন ধরে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশার দাপট দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গের আকাশ পরিস্কার থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ঘন কুয়াশার দাপটে সকাল থেকে রোদের কোন দেখা মিলছে না। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১২ ডিগ্রি কাছাকাছি দেখা যাচ্ছে। তবে কোন বৃষ্টির সম্ভাবনা নেই। কুয়াশা দাপটের ফলে শীত অনেকটাই তীব্রতর প্রভাব পড়বে। উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে কিন্তু ঘন কুয়াশার দাপট দেখা যাবে পাহাড়ি অঞ্চল থেকে সমতল। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আরও তীব্রতর শীত হতে চলেছে। তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রির নিচে চলে যাবে কোথাও কোথাও। এবং তারই সাথে কিন্তু ঘন কুয়াশার দাপট দেখা যাবে উত্তরবঙ্গ জুড়ে। আপাতত এর থেকে মুক্তি নেই। আগামী ৪৮ ঘন্টা এই ঘন কুয়াশা বজায় থাকবে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে। এই কুয়াশার ফলে কৃষিকাজের বিভিন্ন অসুবিধার মধ্যে পড়া সম্ভাবনা রয়েছে। দার্জিলিং কালিম্পং এর হালকা দু এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে। তবে আকাশ কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকবে তবে কোনরকম বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আপাতত।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......