গঙ্গাসাগর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ঘনীভূত নিম্নচাপ। জন্মাষ্টমীতে ভারী বৃষ্টির আশঙ্কা। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, September 06, 2023

গঙ্গাসাগর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ঘনীভূত নিম্নচাপ। জন্মাষ্টমীতে ভারী বৃষ্টির আশঙ্কা।

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগণার গঙ্গাসাগর থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। নিম্নচাপের সম্ভাব্য গতিপথের জন্য ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায়। নিম্নচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করলেও পরবর্তী ২৪ ঘন্টায় সরে আসবে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে যারজন্য ৭ই ও ৮ই সেপ্টেম্বর ২০২৩ দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা ও দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। হাওড়া কলকাতা মেদিনীপুর ২৪ পরগণা জেলায় দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দফায় দফায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতেও। নিম্নচাপের প্রভাবে সকালের দিকে পূবালী বাতাসের প্রভাবে রোদের উপস্থিতি দেখা গেলেও বিকালের দিকে নতুন করে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে। আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে আগামী ৪৮ ঘন্টায়। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা।
৬ই সেপ্টেম্বর ২০২৩

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......