আবারো কি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ? ঘূর্ণিঝড় মিধীলি এর ফলে কিরূপ প্রভাব পড়বে বাংলায় তা এক নজরে জেনে নেওয়া যাক ... - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, November 11, 2023

আবারো কি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ? ঘূর্ণিঝড় মিধীলি এর ফলে কিরূপ প্রভাব পড়বে বাংলায় তা এক নজরে জেনে নেওয়া যাক ...

হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আবারো ঘূর্ণিঝড় ধেয়ে আসতে চলেছে । কালীপুজো এবং দীপাবলি নির্বিঘ্নে কাটলেও তারপর কিন্তু দুশ্চিন্তার কালো মেঘ ঘিরে ফেলতে চলেছে বাংলাকে । আগামী ১৩ই নভেম্বর নাগাদ দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরে ঘুর্ণবার্ত তৈরি হতে চলেছে যা আগামী ১৪ই নভেম্বর নাগাদ দক্ষিণ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করতে চলেছে । এবং পরবর্তীকালে এই নিম্নচাপ টি ১৫ থেকে ১৭ই নভেম্বরের মধ্যে পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় মিধিলী নাম নিয়ে ক্রমশ উত্তর-পূর্ব দিকে বাঁক নিতে শুরু করবে যার জেরে এই প্রবল ঘূর্ণিঝড়টি ১৯ নভেম্বর নাগাদ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে। এখনই ল্যান্ডফলের আসল অবস্থান বলা সম্ভব নয়। তবে আশঙ্কা করা যায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে বিশেষ করে ফ্রেজারগঞ্জ থেকে চর ফ্যাশন  এলাকার মধ্যে এটি আঘাত হানতে পারে । এই ঘূর্ণিঝড়ের জেরে প্রভাবিত হতে পারে এক বিস্তীর্ণ এলাকা , আশঙ্কা করা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে ৯০ থেকে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং কখনো কখনো হাওয়ার গতি ছুঁতে পারে, ১১০ থেকে ১২০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত । এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ,  উড়িষ্যা, পশ্চিমবঙ্গ , মনিপুর , মিজোরাম, ত্রিপুরা , অন্ধ্রপ্রদেশ সহ প্রায় সমগ্র বাংলাদেশে । তবে এখনই আতঙ্কিত হবেন না কারণ যতক্ষণ না এই ঘুর্ণবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি কোথায় আছড়ে পড়তে চলেছে তা নিয়ে কিছুটা হলেও ধোঁয়াশা থাকবে ফলে যে কোন সময় পরবর্তীতে ল্যান্ড ফল পরিবর্তিত হতে পারে । তাই আসন্ন দুর্যোগ নিয়ে আমরা ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল টিম সর্বদা মনিটরিং করছি এবং সঠিক তথ্য সবার আগে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি তাই অযথা ফেক নিউজ এর চক্রান্তে আতঙ্কিত হবেন না আপাতত সুস্থ থাকুন এবং কালীপুজো এবং দীপাবলি আনন্দ সহকারে পরিবার এবং কাছের মানুষের সাথে কাটান এবং আসন্ন এই ঘূর্ণিঝড় যার নাম হতে চলেছে মিধিলি , এটির সম্পর্কে সঠিক তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজে ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......