আবারো কি দানা বাঁধতে চলেছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ? আগামী দিনে এর কিরূপ প্রভাব পড়বে তা চলুন এক নজরে নেওয়া যাক .... - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, November 26, 2023

আবারো কি দানা বাঁধতে চলেছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ? আগামী দিনে এর কিরূপ প্রভাব পড়বে তা চলুন এক নজরে নেওয়া যাক ....

আবারো কি দানা বাদ দিয়ে চলেছে ঘূর্ণিঝড় এই আশঙ্কায় দিন কাটাচ্ছে এখন বাংলা সহ সারা দেশবাসী । উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী দিনে মিচাউং ঘূর্ণিঝড় যে নামটি মায়ানমার দিয়েছিল তা দানা বাঁধতে পারে । বর্তমানে একটি নিম্নচাপ অবস্থান করছে Gulf of Thailand এর কাছে যা আগামী দিনে সুস্পষ্ট নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর ও অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আরো বেশ কিছুদিন পর ২৯ শে নভেম্বর নাগাদ আশঙ্কা করা যাচ্ছে যে এটি Cyclonic Storm অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । এই সিস্টেমটি প্রথমে উত্তর পশ্চিম দিকে কিছুটা অভিমুখ রাখলেও পরবর্তীতে রিকার্ভ নিয়ে এটি উত্তর পূর্ব দিকে ক্রমশ অভিমুখ থাকবে যার ফলস্বরূপ এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের উপকূলবর্তী কোন অঞ্চলে এটি ল্যান্ডফল করতে পারে তবে আরেকটি মডেল অনুযায়ী এটি সোজা অন্তর প্রদেশের উপকূলেও আঘাত হানতে পারে। আমরা প্রতিনিয়ত এই সিস্টেমটির উপর নজরদারি চালাচ্ছি তাই আগামী দিনে এই সিস্টেমটি অভিমুখ কি হবে এবং প্রতিনিয়ত সিস্টেমটি নিজের গতিপথ এবং ইন্টেনসিটি কিরকম রাখছে তা আমাদের তরফ থেকে প্রতিনিয়ত আপডেট করা হবে । তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে এটি আগামী ৪-৫ ই ডিসেম্বর নাগাদ আঘাত হানতে পারে । এটি আগা থানা সভায় প্রবল থেকে অতি প্রবল ঘূর্ণিঝড় রূপে ল্যান্ডফল করতে পারে। তবে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই কারণ এখনও পর্যন্ত এটি কোথায় আঘাত হানবে তা পুরোপুরি নিশ্চিত নয় তাই মিচায়ুং ঘুর্নিঝড় এবং আবহাওয়া সম্পর্কিত আরো তথ্য বিস্তারিত পেতে চোখ রাখতে ভুলবেন না আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ।

No comments:

Post a Comment