Sunday, April 28, 2024
প্রচন্ড গরমের মধ্যে স্বস্তির খবর বৃষ্টির। কবে হবে বৃষ্টি চলুন জেনে নেওয়া যাক ......
অবশেষে স্বস্তির খবর মিললো বাংলা জুড়ে। আপনাদের সকলের এবং আমাদের সকলের একান্ত চাওয়া ছিল বৃষ্টির অবশেষে সে বৃষ্টির দেখা মিলল। বস্তুতভাবে বলা যেতে পারে এই তাপপ্রবাহ কিছুদিনের জন্য থমকে যাবে এই বৃষ্টির কারণে । কিন্তু কবে হবে এই বৃষ্টি? যথা রীতি এই মাসে ভয়ঙ্কর তাপপ্রবাহ চলার পরে আগামী মাসে দ্বিতীয় সপ্তাহের শুরুতে অর্থাৎ ৬মে থেকে ১৩ই মে পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তরবঙ্গের কথায় যদি আসি তবে ৪ তারিখের পর থেকেই পরিস্থিতি বদলাতে শুরু করবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গে । তবে বৃষ্টিপাতের জন্য সাময়িক স্বস্তি মিললেও গরমের থেকে রেহাই এখনই মিলবে না । অনেকে বলছেন যে গরমকালে গরম পড়বেই এটা এত বলার কি আছে, তবে যখন অত্যাধিক ভাবে ছড়িয়ে যায় তাপমাত্রা তখন মানুষকে সচেতন করা দরকার। যার জন্য মানুষের মধ্যে সচেতনতার অভাবে প্রাণহানি পর্যন্ত ঘটছে তাই আমরা বারবার যাদের কাছে এখনো পর্যন্ত সে বার্তা পৌঁছায়নি তাদের জন্য বারবার করে সচেতনতা প্রচার করে যাই । এখন যেমন যদি কালবৈশাখী হয় ৬ মে থেকে তখন আমরা বজ্রপাত এবং ঝড়ের থেকে মানুষকে সচেতন করব । বস্তুত ভাবে সকল আবহাওয়া সম্পর্কিত দুর্যোগ থেকে মানুষকে সচেতন করাই আমাদের কর্তব্য । আশা করি আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন এবং আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য পেতে অবশ্যই চোখ রাখবেন ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এছাড়াও আমরা অনেক উপকৃত হব যদি আপনারা নিজেদের বন্ধু-বান্ধব এবং পরিবারের বাকি সকলের মধ্যে এই চ্যানেলটি শেয়ার করে দেন যাতে তারাও প্রতিনিয়ত আপডেট পায় আবহাওয়া সম্পর্কিত।
No comments:
Post a Comment