Sunday, December 03, 2023
সত্যিই কি আসতে চলেছে তবে ঘূর্ণিঝড় ? এই ঘূর্ণিঝড়ের কিরূপ প্রভাব পড়বে তা চলুন জেনে নেওয়া যাক ....
সত্যিই কি আসতে চলেছে তবে ঘূর্ণিঝড় ? এই ঘূর্ণিঝড়ের কিরূপ প্রভাব পড়বে তা চলুন জেনে নেওয়া যাক .... বর্তমানে উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে বর্তমানে ঘূর্ণিঝড় মিছাউং অবস্থান করছে যা ক্রমশক্তি বৃদ্ধি করে আগামী দিনে অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে অর্থাৎ এর বর্তমান অভিমুখ রয়েছে উত্তর পশ্চিম দিকে এবং এটি আনুমানিক ৫ থেকে ৬ ডিসেম্বর নাগাদ অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশে ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এবং ঘন্টায় ১০০ কিলোমিটারের গতিবেগে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশে যদি কোনো বাঙালি থাকেন তাহলে তাদের সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে । আপনারা যারা আজ এই ব্লগটি পরছেন আপনাদের যদি কোন চেনা পরিচিত মানুষ অন্ধপ্রদেশে থাকে তবে একবার তাদের খোঁজ নিয়ে তাদেরকে সতর্ক থাকার অনুরোধ করবেন । আমরা প্রতিনিয়ত এই ঘূর্ণিঝড়ের উপর নজরদারি চালাচ্ছি এবং এর প্রতিনিয়ত আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তাই কখনো কোন মিথ্যে খবরে অর্থাৎ গুজবে কান দেবেন না এবং আতঙ্কিত হবেন না । সতর্ক থাকুন সুস্থ থাকুন আর আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ ।
No comments:
Post a Comment