৮ই ডিসেম্বর ২০২৩
নিজস্ব সংবাদদাতা: হাওড়া জেলার কাশ্মীর হলো উদয়নারায়ণপুর। হাওড়া জেলার বিভিন্ন অঞ্চলের তুলনায় এই ব্লকে শীতের তীব্রতা অত্যন্ত বেশি থাকে। উন্মুক্ত স্থান, বাড়িঘর তুলনামূলক ভাবে কম থাকার জন্য পশ্চিমাঞ্চল থেকে আসা হিমশীতল শুষ্ক বাতাসের দাপট এই অঞ্চলেই প্রতিবছর বেশি থাকে। প্রতিবছর শীতের কোনো না কোনো সময় হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকে ১০°সে এর নীচে এক অঙ্কের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায়। পশ্চিমাঞ্চলের মালভূমির খুব কাছে থাকার জন্য বাঁকুড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুর জেলার জলবায়ুর প্রভাব বেশি লক্ষ্য করা যায় হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকে। প্রতি বছর হাড়কাঁপানো তীব্র ঠাণ্ডা পড়ার জন্য হাওড়া জেলার কাশ্মীর যেন উদয়নারায়ণপুর। ২০২৩ সালে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকে এখনো তেমন ঠাণ্ডা না অনুভূত হলেও ২০২২ সালের শীতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৭°সেলসিয়াসে। ২০২৩ সালের শীত পড়তে আর বেশি দেরি নেই। শীতের প্রথম স্পেলেই উদয়নারায়ণপুর ব্লকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১০-১১°সে এর আশেপাশে। ১০ই ডিসেম্বর ২০২৩ রবিবার থেকে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকে সর্বনিম্ন তাপমাত্রা নামতে শুরু করবে। বাড়বে কনকনে হাড়কাঁপানো শীতের দাপট। ১০ই ডিসেম্বর ২০২৩ থেকে পরবর্তী ১০ দিনের মধ্যে হাওড়া জেলার উদয়নারায়ণপুর ব্লকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১০°সেলসিয়াসের আশেপাশে। জাকিয়ে শীত উপভোগ করতে প্রস্তুত উদয়নারায়ণপুরবাসী।
No comments:
Post a Comment