শীতের স্পেলে দার্জিলিংকে হারিয়ে দিল পশ্চিম বর্ধমানের দূর্গাপুর। সর্বনিম্ন তাপমাত্রা ৫.৪°সে । - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, January 13, 2024

শীতের স্পেলে দার্জিলিংকে হারিয়ে দিল পশ্চিম বর্ধমানের দূর্গাপুর। সর্বনিম্ন তাপমাত্রা ৫.৪°সে ।

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গত ২৪ থেকে ৪৮ ঘন্টায় এমনি শীত পড়েছে খোদ উত্তরের পার্বত্য অঞ্চলকে টেক্কা দিচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলো। সম্মিলন অঞ্চল ও পশ্চিমী ঝঞ্ঝার বাঁধা কাটিয়ে বিগত ৪৮ ঘন্টায় সক্রিয় হয়ে উঠেছে জাকিয়ে শীত। বয়ে যাচ্ছে দক্ষিণবঙ্গ জুড়ে হিমশীতল উত্তরে বাতাস। চলেছে শৈত্যপ্রবাহ। পশ্চিমাঞ্চলের কয়েকটি স্থানে শৈত্যপ্রবাহ ভয়াবহ আকার ধারণ করেছে। সর্বনিম্ন তাপমাত্রা চলে গেছে ৬°সে এর নীচে। সরকারি আবহাওয়া দপ্তরের অটোমেটিক ওয়েদার স্টেশন থেকে প্রাপ্ত তথ্য ও সরকারি আবহাওয়া দপ্তরের প্রদেয় রেকর্ডেড তাপমাত্রা পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে ১৩ই জানুয়ারি ২০২৪ শনিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুর কাজী নজরুল এয়ারপোর্টে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫.৪°সেলসিয়াস। যেখানে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের সুউচ্চ পার্বত্য বিভাগ দার্জিলিং শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৬.৬°সে। সুতরাং বলাই বাহুল্য বর্তমান শীতের স্পেলে খোদ দার্জিলিং শহরকে হারিয়ে দিয়েছে পশ্চিমাঞ্চলের শিল্পশহর দূর্গাপুর। শুধু দূর্গাপুরই নয় সমগ্র পশ্চিমাঞ্চলেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে এক অঙ্কের ঘরে। পুরুলিয়া শহর ৭.১°সেলসিয়াস। শ্রীনিকেতন ৭.৪°সেলসিয়াস। বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৬.২°সেলসিয়াস। আজ কলকাতার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১২°সে এর ঘরে এবং দমদমে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১১°সে এর ঘরে। আগামী ৪৮ ঘন্টায় সমগ্র দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো শীত অনুভূত হবে। বয়ে যাবে হিমশীতল উত্তরে বাতাস। কোথাও কোথাও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সমতল অঞ্চলে আগামী ৪৮ ঘন্টায় ঘনকুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘনকুয়াশার সম্ভাবনা রয়েছে বিশেষতঃ তরাই ও ডুয়ার্স অঞ্চলে। আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার মালদা ও দিনাজপুর জেলায় আগামী ৪৮ ঘন্টায় ঘনকুয়াশার সম্ভাবনা রয়েছে। ঘনকুয়াশার কারণে দৃশ্যমানতা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ থাকবে ঝাপসা, কুয়াশাচ্ছন্ন থেকে অংশত মেঘলা। উত্তরবঙ্গের পার্বত্য ও সমতল অঞ্চলে ভালোই ঠাণ্ডা অনুভব হবে। উত্তরবঙ্গের সমতল অঞ্চলে কোথাও কোথাও শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কুয়াশা থাকাকালীন সময়ে বেশ ঠাণ্ডা অনুভব হবে। আগামী ৪৮ ঘন্টায় দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। ১৬ই জানুয়ারি থেকে সম্মিলন অঞ্চল মধ্যভারতে তৈরি হবার সম্ভাবনা রয়েছে যারজন্য সামুদ্রিক আদ্র বাতাস প্রবেশ করবে দক্ষিণবঙ্গে। কমবে শীতের তীব্রতা। ১৭ থেকে ১৯শে জানুয়ারি ২০২৪ দক্ষিণবঙ্গে আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে। রয়েছে শীতকালীন বৃষ্টির সম্ভাবনা।
১৩ই জানুয়ারি ২০২৪

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......