হাড় কাঁপানো শীতে কি আবারো বৃষ্টির সম্ভাবনা ? কবে কোথায় কিরকম বৃষ্টি হতে চলেছে তা বিস্তারিত জেনে নিন ... - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, January 15, 2024

হাড় কাঁপানো শীতে কি আবারো বৃষ্টির সম্ভাবনা ? কবে কোথায় কিরকম বৃষ্টি হতে চলেছে তা বিস্তারিত জেনে নিন ...

আজ মকর সংক্রান্তি সাথে জাঁকিয়ে শীতের অনুভূতি , বহুদিন ধরে আমরা শীত কবে আসবে এই আশঙ্কা করছিলাম , আমাদের তরফ থেকে জানানো হয়েছিল যে 11 তারিখের পর থেকে বেশ ভালো রকম শীত অনুভব করা যাবে এবং সেই পূর্বাভাস সত্যি প্রমাণ করে জাঁকিয়ে শীত পড়েছে সারা বাংলা জুড়ে । তবে এর মাঝেই বৃষ্টির ভূ-কুটি দানা বাজছে এবং যার জেরা মাথায় হাত চাষীদের কারণ এই অসময় বৃষ্টি কখনোই কাম্য নয় তবে এক্ষেত্রে সেটাই হতে চলেছে। এই অসময় বৃষ্টির ফলে চাষাবাদে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হবে এবং জিনিসপত্রের দাম ব্যাপক পরিমাণে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে । আসুন এবার জেনে নিই কবে কোথায় কি রকম পরিমাণে বৃষ্টি হতে পারে ? 

উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী 17 তারিখ বিকেল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অঞ্চলে বিক্ষিপ্ত হবে হালকা ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে এবং ক্রমশ মধ্যরাতের পর থেকে অর্থাৎ ১৮ তারিখ পশ্চিমবঙ্গের মধ্যবর্তী অঞ্চল অর্থাৎ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম থেকে শুরু করে মালদা নদীয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুর হাওড়া এই সমস্ত অঞ্চলে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে । ১৮ তারিখ প্রায় সারাদিন বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল তার মধ্যে উপকূলবর্তী জেলা গুলি সমেত উপকূলবর্তী জেলার সংলগ্ন বাকি সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং এ তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 

বস্তুতো বলা যায় এই অসময়ের বৃষ্টির ফলে চাষীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে তাই সকল কৃষক বন্ধুদের অনুরোধ করা হচ্ছে তারা যেন এই গুরুত্বপূর্ণ খবর বাকিদের মধ্যে ছড়িয়ে দেয় যাতে সকলে আগে থেকে জানতে পারে এই বৃষ্টির সম্পর্কে । 

এবার আসি শীতের কথায় , এই বৃষ্টিপাতের ফলে ১৭-১৮-১৯ এই তিন দিন দিনের বেলা তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে এবং কুড়ি তারিখের পর থেকে বেশ জাকিয়ে অর্থাৎ আরও ভয়ঙ্কর ভাবে শীতের আগমন হতে চলেছে তাই সকলে সুস্থ থাকুন আগামী দিনে এবং ঠান্ডা সর্দি কাশি মতন অসুখ- বিসুখের জন্য আগে থেকে সচেতন থাকুন এবং ভালো থাকুন এই কামনা করি, আর এই আসন্ন বৃষ্টি প্রতিনিয়ত আপডেট পেতে এবং আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......