বাড়ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আর তার সাথে তীব্র অসস্তিকর ভ্যাপসা গুমোট গরম বঙ্গে।। - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, March 14, 2024

বাড়ছে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আর তার সাথে তীব্র অসস্তিকর ভ্যাপসা গুমোট গরম বঙ্গে।।

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৫ থেকে ৬ দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে আকস্মিক ভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। সকালের দিকে দখিনা বাতাসের সঙ্গে জলীয় বাষ্প প্রচুর পরিমাণে প্রবেশ করার জন্য অসস্তিকর ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে। প্রচুর পরিমাণে গরম ও ঘাম হবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ থেকে ৩৫°সে এর আশেপাশে থাকবে। বিকালের দিকে ঝাড়খণ্ড, ওড়িশা ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের উপর শক্তিশালী বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঘটাবে বিক্ষিপ্ত ভাবে। যে সমস্ত অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হবে সেই সমস্ত অঞ্চলে ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। রয়েছে বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। দিনের শুরুতে আকাশ পরিষ্কার বা আংশিক মেঘলা আকাশ থাকলেও বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে সমস্ত অঞ্চলে বজ্রগর্ভ মেঘসঞ্চার হবে সেই সমস্ত অঞ্চলে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই বজ্রপাত থেকে সতর্কতা অবলম্বন করুন। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি ২৪ পরগণা জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। তবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পর পরিমণ্ডল শীতল হলেও আবার দিনের বেলায় ফিরে আসবে ভ্যাপসা গরম। সামগ্রিক ভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা ও কিছু কিছু সময় মেঘাচ্ছন্ন থাকবে। তবে উত্তরবঙ্গে পরিষ্কার আবহাওয়া থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই।
১৪ই মার্চ ২০২৪

No comments:

Post a Comment