পশ্চিম মেদিনীপুরে ৭০+ কিলোমিটার বেগে ঝড়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা ১৬ মার্চ। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, March 15, 2024

পশ্চিম মেদিনীপুরে ৭০+ কিলোমিটার বেগে ঝড়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা ১৬ মার্চ।

নিজস্ব সংবাদদাতা: তীব্র ভ্যাপসা গরমের ফের ঝড়বৃষ্টিতে ভিজতে চলেছে পশ্চিম মেদিনীপুর। ১৬ই মার্চ ২০২৪ শনিবার ফুড এস আই পরীক্ষা আছে পশ্চিম মেদিনীপুরের নানা পরীক্ষার্থীর। তিনটি ধাপে হবে পরীক্ষা। ১৬ই মার্চ বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির ভ্রুকুটি থাকায় চিন্তার ভাঁজ রয়ে যাচ্ছে পরীক্ষার্থীদের ভিতরে। ঘূর্ণাবর্ত ও সম্মিলন অঞ্চলের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস প্রবেশ করছে ঝাড়খণ্ড ওড়িশা সহ দক্ষিণবঙ্গে। এই জলীয় বাষ্প পূর্ণ আদ্র বাতাস ঘনীভূত হয়ে শনিবার দুপুরের পর বজ্রগর্ভ মেঘ তৈরি করবে পশ্চিম মেদিনীপুর ও তৎসংলগ্ন এলাকায়। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ ও দিনের পরবর্তী পর্যায়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে শিলাবৃষ্টি। ঘন্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। সকালের দিকে পরীক্ষার্থীদের চাপ না থাকলেও বিকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির ঝুঁকি পরীক্ষার্থীদের চিন্তায় রাখবে।
১৫ই মার্চ ২০২৪

No comments:

Post a Comment