Saturday, March 23, 2024
দোলের দিন আকাশ কালো করে ঝেপে নামতে পারে তীব্র বজ্রবিদ্যুৎ সহ ভারী ঝড়বৃষ্টি উত্তরবঙ্গে।
নিজস্ব সংবাদদাতা একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিগত কয়েকদিন ধরে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলেছে। উত্তরবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং প্রভৃতি অঞ্চলে ২৪ শে মার্চ বৃষ্টিপাত হয়েছে। যে পশ্চিমী ঝঞ্ঝাটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত ঘটাচ্ছিল সেই পশ্চিমে ঝঞ্ঝাটি উত্তর-পূর্ব ভারতের দিকে সরে গেছে, যার জন্য সমুদ্র থেকে আশা জলীয় বাষ্পপূর্ণ আদ্র বাতাস উত্তর-পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গের উত্তর অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছে, দক্ষিণবঙ্গে আদ্র ও অস্বস্তিকর ঘর্মাক্ত গরম বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে প্রতিদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে, যার জন্য দিনের সর্বোচ্চ তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাচ্ছেন এবং রাতের তাপমাত্রা যথেষ্ট কম থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোতে মোটামুটি আরামদায়ক আবহাওয়া ও রাতের দিকে ভালো ঠান্ডা অনুভব হচ্ছে প্রতিদিন বৃষ্টির কারণে 25 শে মার্চ নতুন করে উত্তরবঙ্গে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ওপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যার জন্য। দোলের দিন বজ্রবিদ্যুসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের একাধিক অঞ্চলের উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা দিনাজপুরে আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দোলের দিন রাতের দিকে ভালো ঠান্ডা অনুভব হবে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৬ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে দোলের দিন উত্তরবঙ্গের কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যাবে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
No comments:
Post a Comment