৪ঠা মার্চ ২০২৪
Monday, March 04, 2024
চলে গেছে পশ্চিমী ঝঞ্ঝা। দিনে গরম ও রাতে ঠাণ্ডার আমেজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়।
নিজস্ব সংবাদদাতা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ৪ঠা মার্চ বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা গেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে। পশ্চিমী ঝঞ্ঝা দুর্বল হয়ে পূর্ব দিকে সরে যাওয়ার কারণে ফের একদফা সক্রিয় হবে শুষ্ক উত্তর পশ্চিমা বাতাস। যার জন্য দিনের বেলায় বাড়বে শুষ্কতা ও রাতে হালকা ঠাণ্ডা কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী ৫ থেকে ৭ দিনে এরকমই আবহাওয়া বিরাজ করবে। দিনের তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩৩°সে এর আশেপাশে এবং ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা নামবে ১৮ থেকে ২০°সে এর আশেপাশে। আগামী ৫ দিনে কলকাতায় উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমা বাতাসের কারণে বাড়বে শুষ্কতা। শরীরে টান টান অনুভব হবে। উত্তর পশ্চিমা জেট বাতাস সক্রিয় হবার কারণে বাতাসে থেকে যাওয়া জলীয় বাষ্প ঘনীভূত হয়ে আগামীকাল সকালে কুয়াশা তৈরি হতে পারে যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেটে যাবে।। উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে আগামী ৪৮ ঘন্টায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে তবে সমতল অঞ্চলে ফের একবার ঠাণ্ডা বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ১৫ থেকে ১৮°সে এর আশেপাশে। সেক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ জেলায় ভোরের দিকে বেশ ভালো ঠাণ্ডা অনুভব হবে। আগামী ৫ দিনে আকাশ থাকবে রৌদ্রজ্জ্বল থেকে আংশিক মেঘলা সামগ্রিক ভাবে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।
No comments:
Post a Comment