অনেকদিন পর ফের মহেশতলার আবহাওয়া পূর্বাভাস। সকালে গরম ও রাতে ঠাণ্ডা। বৃষ্টি নেই। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, March 05, 2024

অনেকদিন পর ফের মহেশতলার আবহাওয়া পূর্বাভাস। সকালে গরম ও রাতে ঠাণ্ডা। বৃষ্টি নেই।

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগণার গুরুত্বপূর্ণ জনপদগুলির মধ্যে একটি হলো মহেশতলা। দক্ষিণ ২৪ পরগণার কলকাতা লাগোয়া শহরতলী ও উল্লেখযোগ্য শহর হলো মহেশতলা। মহেশতলা আক্রা নুঙ্গি বজবজ এই সমস্ত অঞ্চলে আগামী দিনে কেমন থাকবে আবহাওয়া তা জেনে নেওয়া যাক। মহেশতলা ও পার্শ্ববর্তী অঞ্চলে শুষ্ক উত্তরে বাতাসের প্রবেশের জন্য আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। দিনের বেলায় গরম থাকলেও ঘাম হবেনা। তবে বেশ চড়া রোদ অনুভব হবে। রোদের নীচে বেলার দিকে বেশিক্ষণ থাকা যাবেনা। অন্যদিকে রাতের দিকে বেশিরভাগ তাপ নিষ্ক্রমণের কারণে মনোরম ঠাণ্ডা অনুভব হবে। মধ্যরাত ও ভোরের দিকে ঠাণ্ডার আমেজ একটু বেশিই পাওয়া যাবে। দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ থেকে ৩৩°সে এর আশেপাশে এবং ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২১°সে এর আশেপাশে। দিনরাতের তাপমাত্রার প্রসর বেশি থাকার কারণে দিনে গরম ও রাতে ঠাণ্ডা অনুভব হবে। বৃষ্টির সম্ভাবনা আগামী ৭২ ঘন্টায় নেই দক্ষিণ ২৪ পরগণার বেশিরভাগ অঞ্চলেই। বেশিরভাগ সময় মনোরম আবহাওয়া বিরাজ করবে দক্ষিণ ২৪ পরগণার বিভিন্ন অঞ্চলে।
৫ই মার্চ ২০২৪

No comments:

Post a Comment