Friday, March 08, 2024
আগামী দিনে ফের কি বাড়তে চলেছে তাপমাত্রার পারদ । বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদনে ....
বর্তমানে কলকাতা সহ সারা পশ্চিমবঙ্গের হালকা গরম লক্ষ্য করা যাচ্ছে যদিও এই গরম মূলত দিনের বেলায় বেশি থাকছে কিন্তু রাতের দিকে আবার তাপমাত্রা কমে যাচ্ছে বলে তাপমাত্রাটি বৈষম্য তৈরি হচ্ছে। বর্তমানে মার্চ মাস চলছে এবং বসত বলা যায় মার্চ মাসের মধ্যবর্তী সময় থেকে আমরা গরমের দাপদাহ পেতে শুরু করে দেব কারণ আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে। পশ্চিমবঙ্গে বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা। বস্তুত ভাবে বলা যায় তাপমাত্রা পারদ ৩৫ ডিগ্রি ছুঁতে পারে । বর্তমানে দক্ষিণ ভারতে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ইতিমধ্যে ছুঁয়েছে এবং কোন কোন জায়গায় ৪০ এর কাছাকাছি পৌঁছে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গে সেরকম তাপমাত্রা অনুভব করিনি, যদিও দুপুরের দিকে কখনো কখনো আমরা ৩২ এর কাছাকাছি তাপমাত্রা পেয়েছি। তবে আগামী দিনে ক্রমশ তাপমাত্রা বাড়বে এবং 35 ডিগ্রি ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । বস্তুতো বলা যায় পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে তাপমাত্রা বেশি অনুভূত হবে । তাই আগামী দিনগুলোতে সবাই দাপদাহ থেকে সাবধানে থাকুন , সুস্থ থাকুন এবং পরিবারের সকলকে সুরক্ষিত রাখুন । এবং আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য আগামী দিনে সবার আগে পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ।
No comments:
Post a Comment