শীতল মার্চ মুর্শিদাবাদ ১২.৯°সে। বাঁকুড়া ১০°সে।দূর্গাপুর ১১°সে 😯। হঠাৎ করে ঠাণ্ডার কারণ কি? - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, March 09, 2024

শীতল মার্চ মুর্শিদাবাদ ১২.৯°সে। বাঁকুড়া ১০°সে।দূর্গাপুর ১১°সে 😯। হঠাৎ করে ঠাণ্ডার কারণ কি?

নিজস্ব সংবাদদাতা: মার্চ মাসে যেখানে সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পায় তার যায়গায় হঠাৎ করে শীতের দাপট দেখা দিয়েছে। বিশেষ করে মধ্যরাত থেকে হুড়মুড় করে নামছে সর্বনিম্ন তাপমাত্রা। মার্চের ৯তারিখ শনিবার সকালে পশ্চিম বর্ধমান জেলার দূর্গাপুর এয়ারপোর্টে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৪°সে। বাঁকুড়ার ছাতনায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮°সে। রাতের দিকে কনকনে শীতে কাঁপছে ওই সমস্ত অঞ্চল। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত জিয়াগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯°সে। হঠাৎ করে মার্চ মাসে কেন শীতে কাঁপছে পশ্চিমাঞ্চল? মার্চের শুরুতেই উত্তর পশ্চিম ভারতে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা হানা দিয়েছিল। এই পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে উত্তর পশ্চিম ভারতে তৈরি হয় উচ্চচাপ বলয় উত্তর পশ্চিম ভারতের তুষারপাতের কারণে হিমশীতল উত্তরে বাতাস প্রবাহিত হচ্ছে। এই উত্তরে বাতাসের হাত ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ফের একবার শীত অনুভূত হচ্ছে। তবে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পাবে। তীব্র গরম পড়তে চলেছে দক্ষিণবঙ্গে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে। আপাতত দিনে গরম ও রাতে ঠাণ্ডা এই পরিস্থিতি চলবে আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গে।
৯ মার্চ ২০২৪

No comments:

Post a Comment