বর্তমানে তাপপ্রবাহ ঘটার পিছনে কারণ কি এবং ভারতের বাকি অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি কি রকম তা চলুন জেনে নেওয়া যাক..... - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, April 19, 2024

বর্তমানে তাপপ্রবাহ ঘটার পিছনে কারণ কি এবং ভারতের বাকি অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি কি রকম তা চলুন জেনে নেওয়া যাক.....

নমস্কার আপনাদের সবাইকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এর ব্লগস্পটে স্বাগতম জানাই বর্তমানে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তাপপ্রবাহের দুর্যোগের মতন পরিস্থিতি বিরাজমান । বৃষ্টির আশা সেরকম নেই বর্তমানে দক্ষিনবঙ্গে । অথচ যদি আপনি সার্বিক তুলনা করেন তাহলে দেখবেন রাজস্থান উত্তর প্রদেশ যে সমস্ত অঞ্চলে আগে তাপমাত্রা বেশি থাকতো বর্তমানে সেই সমস্ত অঞ্চলে তাপমাত্রা পশ্চিমবঙ্গের তুলনায় কম। তবে এই পিছনে মূল কারণ কি তা চলুন একবার জেনে নেওয়া যাক । বর্তমানে একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার ফলে রাজস্থান গুজরাট উত্তর প্রদেশ এই সমস্ত অঞ্চলে মেঘলা আকাশের মত পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং কোথাও কোথাও এর জন্য বৃষ্টিপাত হচ্ছে। দুবাইতেও ঠিক এই কারণেই বৃষ্টিপাত বেশি হয়েছে গত কয়েকদিনে । সেই সমস্ত পশ্চিমে ঝঞ্ঝার ফলে উত্তর প্রদেশ গুজরাট রাজস্থান মত অঞ্চলে তাপমাত্রা তুলনামূলক কিছুটা হলেও কম কিন্তু পশ্চিমবঙ্গে ক্রমাগত উত্তর প্রদেশ বিহার থেকে শুষ্ক বায়ু আসার ফলে এবং যে সারকুলেশন পশ্চিমবঙ্গে আগে অবস্থান করতে যা সমুদ্র থেকে জলীয় বাষ্পপূর্ণ বায়ু টেনে আনতো যার জেরে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতো। সেটি এবার পূর্ব দিকে অবস্থান করার ফলে সমস্ত জলীয় বাষ্পপূর্ণ বায়ু ক্রমাগত বাংলাদেশে ঢুকছে যার জন্য এ বছরে বাংলাদেশ এ কালবৈশাখী দেখা যাচ্ছে । ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে শুষ্ক আবহাওয়া লক্ষ্য করে যাচ্ছে সাথে প্রখর রোদ যার জেরে এই অঞ্চলের তাপমাত্রা তাপপ্রবাহের মতন পরিস্থিতি সৃষ্টি করছে। আমরা আশা করব আপনারা সকলে সুস্থ আছেন এবং সতর্ক আছেন আগামী দিনেও আবহাওয়া সংকৃত সমস্ত দুর্যোগে ব্যাপারে সবার আগে জানতে আমাদের পেজটি ফলো করে নিন কারণ আমাদের কর্তব্য আপনাদের সতর্ক করা ।

No comments:

Post a Comment