Monday, April 22, 2024
আগামীকাল কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ? কিরকম থাকতে চলেছে আগামীদিনের বাংলার পরিস্থিতি চলুন তা জেনে নেওয়া যাক....
নমস্কার আপনাদের সবাইকে ওয়েদার ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পটের স্বাগতম জানাই আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আজ অর্থাৎ বাইশে এপ্রিল তাপমাত্রা বাকি সমস্ত দিনের তুলনায় কিছুটা হলেও কম ছিল তার কারণ হলো পশ্চিমবঙ্গের আকাশে মেঘের সঞ্চার আগামীকালও তাপমাত্রা কিছুটা কম থাকবে তারপর থেকে অর্থাৎ পরশু থেকে কিন্তু আবার গরম বাড়তে চলেছে নতুন করে তাপপ্রবাহের অশনি সংকেত আবারো জারি করা হচ্ছে এবং যদি আসি বৃষ্টির কথায় তবে বলা যায় যে আজ এবং আগামীকাল দুই দিনই ক্ষীন সম্ভাবনা ছিল আর আছে বৃষ্টি এর । আমরা আগে থেকে এই বৃষ্টির পূর্বাভাস দেইনি কারণ এই সম্ভাবনা খুবই সীমিত আরো ভেঙে বলা যায় যে ছত্রিশগড় ঝাড়খন্ড এর ওপর একটি সম্মিলন অঞ্চল তৈরি হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ আদ্রতা পেলে কোন স্থানে এর থেকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হতে পারে তবে এটি সম্ভাবনা খুবই সীমিত এবং যদি বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় তবে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যা সাময়িকভাবে স্বস্তি দিলেও পরের দিনের তাপমাত্রায় তার খুব একটা বেশি প্রভাব পড়বে না কারণ বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়বেই তাই বর্তমানে তেমন কোন বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই যা তাপমাত্রাকে কমাতে পারে তাই আপনারা সকলে আসন্ন তাপপ্রবাহ সম্পর্কে সচেতন থাকুন সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন । আর এই দুর্যোগপূর্ণ মরশুমে আবহাওয়া সংক্রান্ত সমস্ত ধরনের আপডেটের জন্য ফলো করে নিন আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল।
No comments:
Post a Comment