৮ই এপ্রিল ২০২৪
Monday, April 08, 2024
শুরু হতে চলেছে প্রাক মৌসুমী ঘূর্ণিঝড়ের মরশুম। মোখা,আম্ফান বড়ো বড়ো ঘূর্ণিঝড়ের সময় আসন্ন।
নিজস্ব সংবাদদাতা: বহু প্রতীক্ষার পর ফের শুরু হতে চলেছে প্রাক মৌসুমী ঘূর্ণিঝড় মরশুম। এপ্রিল ও মে মাসে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ শুরু হয়ে যায়। এই সময়টি আবহবিদদের কাছে এক আকর্ষণীয় ও রহস্যময় অধ্যায় হিসেবে প্রতি বছরই বিবেচিত হয়ে থাকে। সূর্যের উত্তরায়ণের সঙ্গে সঙ্গে বঙ্গোপসাগরের নিম্নাঞ্চল যথেষ্ট উত্তপ্ত হতে শুরু করে ধীরে ধীরে সূর্য নিরক্ষরেখার উপরে উঠতে শুরু করে ক্রমশ উত্তপ্ত হতে শুরু করে বঙ্গোপসাগর। সেই সঙ্গে বঙ্গোপসাগরের সমুদ্র জলতল তাপমাত্রা ২৬°সে এর বেশি হয়ে যায়। সমুদ্র জলতল তাপমাত্রা বাড়ার কারণে উইণ্ড শেয়ার কমতে শুরু করে বঙ্গোপসাগরের নিম্নাঞ্চলে। এবার অপেক্ষা করার পালা কখন এম জে ও আসবে? এই এম জে ও বঙ্গোপসাগরের জ্বালানিতে আগুন ধরানোর কাজ করে আর তার সঙ্গে কেলভিন ও রসবি ওয়েভ। এই দুই তরঙ্গ এম জে ও এর সাপোর্ট নিয়ে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি করে দেয়। ব্যাস তার পর ক্রমশ শক্তি বাড়াতে থাকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ যা ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এই পদ্ধতিতে তৈরি হয়েছিল মোখা, আম্ফান সহ বড়ো বড়ো ঘূর্ণিঝড়। এবারেও চলে এসেছে প্রাক মৌসুমী ঘূর্ণিঝড় মরশুম। এক আবহবিদদের কাছে রহস্যময় অধ্যায়। আপাতত বঙ্গোপসাগরে এখনি কোনো ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা পাওয়া যাচ্ছে না। তবে ২৫শে এপ্রিলের পর থেকেই শুরু হবে কাউণ্ট ডাউন আপাতত নিম্নচাপ সৃষ্টির একটা হালকা সম্ভাবনা দেখা যাচ্ছে মে মাসের শুরুতে।।
No comments:
Post a Comment