নববর্ষের সময় থেকে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে একটা তাগড়াই হিট ওয়েভ বেল্ট বহ্নি/দাবানল। - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, April 10, 2024

নববর্ষের সময় থেকে দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে একটা তাগড়াই হিট ওয়েভ বেল্ট বহ্নি/দাবানল।

নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে ফের আসতে চলেছে তাপপ্রবাহ। ১৫ই এপ্রিল অর্থাৎ নববর্ষের সময় থেকেই এই তাপপ্রবাহ বলয় সক্রিয় হবে এবং পরবর্তী ৭ থেকে ১০ দিনের মধ্যে যত সময় যাবে সক্রিয়তা বাড়বে আসন্ন তাপপ্রবাহ বলয় বহ্নি/ দাবানল। এই তাপপ্রবাহে তীব্র গরম যুক্ত বাতাসের প্রবাহ, প্রখরতর সূর্যের তাপ সহ তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে (৪২°সে+) কিছু কিছু অঞ্চলে। এই তাপপ্রবাহ বলয় এপ্রিলের মধ্যে সবচেয়ে শক্তিশালী তাপপ্রবাহ বলয় খুব কষ্টকর তাপপ্রবাহ বলয় হতে চলেছে তাই এই তাপপ্রবাহ বলয়কে অপেক্ষাকৃত দুর্বল স্থানে বহ্নি ও শক্তিশালী অঞ্চলে দাবানল হিসাবে বিবেচিত করা হবে ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলের তরফ থেকে। এই তাপপ্রবাহ বলয়ের প্রাথমিক বৈশিষ্ট্য হলো আদ্র ও অসস্তিকর ভ্যাপসা গরম যুক্ত তাপপ্রবাহ দিয়ে শুরু হয়ে যত সময় যাবে শুষ্ক গরমের দাপট বাড়তে শুরু করবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গিয়ে শুষ্ক উত্তর পশ্চিমা বাতাস তীব্রতর হবার পাশাপাশি এই সময় বাংলাদেশ ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এই ঘূর্ণাবর্ত বাংলাদেশের দিকে আদ্র বাতাস ঢুকিয়ে উত্তর পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ঘটালেও শুষ্ক পশ্চিমা বাতাসকে টেনে নিয়ে যাবে দক্ষিণবঙ্গের উপর দিয়ে। দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হুগলি বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে (৪০-৪৫°সে) এর আশেপাশে। বাকি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাবে (৩৮-৪৩°সে) এর আশেপাশে। এই সময়ে উত্তর পূর্ব ভারত ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।
১০ই এপ্রিল ২০২৪

No comments:

Post a Comment