২৪শে এপ্রিল ২০২৪.
Wednesday, April 24, 2024
আইকন(ICON)মডেল হুগলির তাপমাত্রা দেখাচ্ছে ৪৬°সে। জি এফ এস ৪৮°সে দেখাচ্ছে।সত্যিটা কি?
নিজস্ব সংবাদদাতা: ঐতিহাসিক ভয়াবহ তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে হুগলি জেলার বিভিন্ন অঞ্চল। আগামী ৭ দিনে অতি উষ্ণ শুষ্ক পশ্চিমা বাতাসকে ভর করে বিভিন্ন ব্লকে ভয়াবহ দাবদাহ ও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। হুগলির খানাকুল, গোঘাট, আরামবাগ, পুরশুরা, তারকেশ্বর, পোলবা -দাদপুর, সিঙ্গুর, ধনিয়াখালি সহ বিভিন্ন ব্লকে ভয়াবহ দাবদাহ ও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪৩ থেকে ৪৭°সে এর আশেপাশে। অন্যদিকে আইকন মডেল হুগলির সর্বোচ্চ তাপমাত্রা তুলে ধরছে ৪৬°সে পর্যন্ত এবং জি এফ এস মডেল ৪৮°সে পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা তুলে ধরছে। ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গল মনে করছে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে ৪৫-৪৭°সে এর আশেপাশে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাবদাহের তীব্রতা বৃদ্ধি পাবে হুগলি জেলায়। সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শুষ্ক গরম বাতাস বা লু বাতাস প্রবাহের সম্ভাবনা রয়েছে। তাই হুগলি জেলার জনসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে আগামী ৭ দিন লাল তাপপ্রবাহ মোকাবিলার উপযুক্ত ব্যবস্থা নিন। প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না।
No comments:
Post a Comment