দাঁত নখ শানিয়ে প্রবল দানব ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কি বঙ্গের দিকে আসবে ঘূর্ণিঝড় রিমেল 🌀? - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, May 14, 2024

দাঁত নখ শানিয়ে প্রবল দানব ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে কি বঙ্গের দিকে আসবে ঘূর্ণিঝড় রিমেল 🌀?


বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি

মে মাসে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়?

প্রতি বছরই মে মাসে বঙ্গোপসাগরে একটি ক্রান্তীয় ঝঞ্ঝা সৃষ্টি হয়ে থাকে। সেই ক্রান্তীয় ঝঞ্ঝা নিয়ে তৈরি হয় আতঙ্ক। ২০২০ সালে শক্তিশালী আম্ফান ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল মে মাসে। ২০২১ সালে মে মাসে তৈরি হয়েছিল ঘূর্ণিঝড় ইয়াস। এই ঘূর্ণিঝড় গুলির মধ্যে বেশ কয়েকটি পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে আঘাত হেনেছিল তাই প্রতি বছর মে মাসে আমবাঙালির মধ্যে তৈরি হয় ঘূর্ণিঝড় আতঙ্ক। মে মাসে অনুকূল সমুদ্র জলতল তাপমাত্রা, উইণ্ড শেয়ার ও ট্রপিক্যাল সাইক্লোন হিট পোটেনশিয়াল এনার্জি বেশি থাকার জন্য সাগরে ঘূর্ণিঝড়ের অনুকূল পরিবেশ তৈরি হয়। 

বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে

বর্তমানে ম্যাডেন জুলিয়ান অসিলেশন ফেজ ৩ এ অবস্থান করছে যা বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল। আগামী মে মাসের বেশিরভাগ সময় ম্যাডেন জুলিয়ান অসিলেশন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল থাকবে।

বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় ট্রপিক্যাল সাইক্লোন হিট পোটেনশিয়াল এনার্জি উল্লেখযোগ্য ভাবে বেশি রয়েছে যা ঘূর্ণিঝড়ের শক্তিশালী হয়ে ওঠার ক্ষেত্রে অনুকূল।

বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকায় সমুদ্র জলতল তাপমাত্রা ২৮ থেকে ৩২°সে+ রয়েছে এবং উইণ্ড শেয়ার যথেষ্ট কম রয়েছে যার জন্য বলা যায় বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির সবরকম অনুকূল পরিবেশ রয়েছে।

কবে তৈরি হবে ঘূর্ণিঝড়:

১৯শে মে ২০২৪ এর আশেপাশে নিকোবর দ্বীপপুঞ্জের বেশ কিছু অঞ্চলে মৌসুমী বায়ু প্রবেশ করবে এবং ২৩শে মে ২০২৪ এর মধ্যে আন্দামান সাগরে মৌসুমী বায়ু প্রবেশ করবে। মৌসুমী বায়ু ও বঙ্গোপসাগরে অনুকূল পরিবেশ থাকার কারণে ১৯ থেকে ২৫শে মে এর মধ্যে আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হবে যা পরবর্তী পর্যায়ে শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা রয়েছে।

কোনদিকে যেতে পারে ঘূর্ণিঝড়?

বিগত ২০ বছরের পরিসংখ্যান অনুযায়ী দেখা যাচ্ছে মে মাসের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ বা ওড়িশা পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। মাল্টি মডেল এনসেমবেল বঙ্গোপসাগরে আসন্ন ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব রাখছে পূর্ব ভারতের উপকূলের দিকে তাই ঝড়ের ঝুঁকিতে থাকছে পশ্চিমবঙ্গ।

Weather of West Bengal

15/5/2024

2 comments:

Weather Prediction Model

Comming Soon......