আজকেই উত্তরপূর্ব ভারতে বর্ষা প্রবেশ করতে চলেছে জেনে নিন বিস্তারিত আপডেট? - Weather of West Bengal

My weather, my bengal.

Thursday, May 30, 2024

আজকেই উত্তরপূর্ব ভারতে বর্ষা প্রবেশ করতে চলেছে জেনে নিন বিস্তারিত আপডেট?

নিজস্ব সংবাদদাতা: সর্বশেষ উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে উত্তর-পূর্ব ভারতে সক্রিয় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে এবং উত্তর-পূর্ব ভারত জুড়ে শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। যা থেকে বোঝা যাচ্ছে উত্তর পূর্ব ভারতে বর্ষার আগমন হচ্ছে। ভারতীয় মৌসুম বিভাগের পূর্বাভাস অনুযায়ী ৩০ শে মে ২০২৪ বৃহস্পতিবার উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চলে বর্ষা প্রবেশ করবে। পূর্বাভাস মতো নির্ধারিত সময়ে অর্থাৎ ৩০শে মে উত্তরপূর্ব ভারতে বর্ষার আগমন হতে চলেছে। স্বাভাবিক সময়ের আগেই উত্তর পূর্ব ভারতে প্রবেশ করতে চলেছে বর্ষা। বর্ষা প্রবেশের জন্য আগামী ৭২ ঘন্টায় উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, দার্জিলিং ও কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে কবে ঢুকবে মৌসুমী বায়ু? ৮ থেকে ১৪ ই জুন ২০২৪ এর মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের হাত ধরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে স্বাভাবিক সময়ে আসবে বর্ষা। ৩০শে মে ২০২৪ কেরলে বর্ষা প্রবেশ করতে চলেছে। স্বাভাবিক সময়ের আগেই বর্ষা প্রবেশ করতে চলেছে কেরালায়।

৩০শে মে ২০২৪

No comments:

Post a Comment