দীর্ঘ অপেক্ষার অবসান, কালবৈশাখীর মরসুম শুরু ; প্রখর তাপে হঠাৎ শীতের আমেজ বঙ্গে
May 07, 2024
অবশেষে স্বস্তির আশ্বাস, তীব্র কালবৈশাখী দূর করল শতকের দীর্ঘতম তাপপ্রবাহের দহন জ্বালা -
মাত্র এক সপ্তাহ আগেই গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল রাজ্যবাসির প্রাণ | প্রায় প্রত্যেক দিনই রাজ্যের কোন না কোন অঞ্চলে মৃত্যুর খবর আসছিল তীব্র দাবদাহের কারণে | অস্বাভাবিক এই তাপপ্রবাহ থেকে তীব্র তাপ প্রবাহ ভেঙে দিচ্ছিল একের পর এক করা রেকর্ড | বাঙালি নববর্ষের শুরু থেকে চলা এই তাপপ্রবাহ এতটাই তীব্র আকার ধারণ করেছিল যে ডায়মন্ড হারবার, হলদিয়া, ক্যানিং, উলুবেরিয়া তো বটেই ভেঙে দিয়েছিল কলকাতার কলকাতা সর্বকালীন তাপমাত্রা রেকর্ড ! এই তাপপ্রবাহের মধ্যেই রাজ্যবাসী অধীর আগ্রহে প্রতীক্ষা করছিল কালবৈশাখীর | ভোটের গরমের বাজারের মধ্যেও মানুষকে অতিষ্ট করে তুলেছিল এই অতি তীব্র তাপপ্রবাহ | প্রায় ২৪ দিন ধরে চলা এই অতি ভয়ংকর তাপপ্রবাহের ইতি ঘটে সোমবার সন্ধ্যেবেলা যখন ঝাড়খন্ড এবং বাংলাদেশের উপরে তৈরি হওয়া। দুখানা কালবৈশাখী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে জুড়ে নেমে এসে কলকাতার দিকে | পূর্বাভাস মত অক্ষর অক্ষর মিলিয়ে মুর্শিদাবাদ ছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই নামে স্বস্তির বৃষ্টি | এই কালবৈশাখীর কারণ হিসেবে সোমবার সকাল থেকে কলকাতা সহ উপকূলীয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রায় ৪৫ থেকে ৫৫ কিলোমিটার বেগে জোড়ালো দক্ষিণা হাওয়া এবং তার ফলে তৈরি হওয়া উত্তর-পশ্চিম শুষ্ক ও আর্দ্র দক্ষিণা বাতাসের একটি মিলনস্থল তৈরি হয় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মাঝ বরাবর | এই মিলন স্থল পড়ে আরো পশ্চিম দিকে সরে গিয়ে মধ্য ভারতের বিস্তৃত হয় এবং তারই ফলে তৈরি হয় সূ উচ্চ কালবৈশাখীর বর্জ্গর্ভ মেঘ | এই কালবৈশাখী সন্ধ্যেবেলায় বয়ে যায় পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, দুই ২৪ পরগনা ও মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও নদীয়া জেলার উপর দিয়ে | এই কালবৈশাখীর প্রভাবে সবচাইতে বেশি প্রভাবিত হয় মহানগরী কলকাতা এবং তার আশেপাশের অঞ্চল | প্রায় দুই থেকে তিন ঘন্টার বৃষ্টিতে জল জমে যায় মহানগরের বিভিন্ন জায়গায় | প্রায় ২১৪ দিন বাদে ভারী বৃষ্টি হয় সল্টলেক, আলিপুর, দক্ষিণ কলকাতার বালিগঞ্জে | মহানগরীর উপর দিয়ে বয়ে যাওয়ার সময় ঝড়ো বাতাসের গতিবেগ ওঠে ঘন্টায় ৬৫ থেকে ৯৫ কিলোমিটার পর্যন্ত | এছাড়াও এই কালবৈশাখীর প্রভাবে শিলা বৃষ্টি হয় পুরুলিয়া এবং প্রায় ৮৫ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায় দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন খড়্গপুরের ওপর দিয়ে | এছাড়াও তীব্র বৃষ্টিপাত হয় , ঝাড়গ্রাম এবং বারুইপুরের মতো জায়গায় | বহু প্রতীক্ষিত গরমের অবসান ঘটিয়ে এই কালবৈশাখী রাজ্যের বিভিন্ন জায়গায় স্বস্তির বৃষ্টি দিলেও দিনের শেষে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঝড় প্রান কেড়ে নেয় বারো জন মানুষের | বেশিরভাগ ক্ষেত্রেই মৃত্যু বজ্রপাত জনিত কারণে হলেও কিছু ক্ষেত্রে প্রবল হাওয়াতে ও বৃষ্টিতে দেওয়াল চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে |
সোমবারের পর মঙ্গলবার রাত্রিবেলাও পূর্বাভাস মত ঝড় বৃষ্টির প্রকোপ থাকে সমগ্র গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ মালদাতেও | তবে এই দিনের ঝড়ের শক্তি কিছুটা হলেও কম ছিল | ঝড়ের গতিবেগ পশ্চিম বর্ধমান প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার থাকলেও অন্যান্য অংশে মূলত ৪০ থেকে ৬০ কিলোমিটার ছিল এবং প্রধানত হালকা বৃষ্টি দেয় রাজ্যের বেশিরভাগ অংশে এই ঝড় |
দেখে দেয়া যাক আগামী ৭ দিন কিরকম আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের?
প্রথমেই চলে আসে যাক উত্তরবঙ্গের আবহাওয়ায় | উত্তরবঙ্গে আপাতত আগামী তিন থেকে চার দিন বজ্রবিদ্যসহ বৃষ্টির সমূহ সম্ভাবনা | সপ্তাহ শেষে বৃষ্টিপাতের একটু বিরতি দেখা গেলেও পার্বত্য জেলা দার্জিলিং কালিম্পং এবং দক্ষিণবঙ্গ লাগোয়া জেলা মালদা পরবর্তী সপ্তাহে বৃষ্টিপাত আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা হচ্ছে | এই সমস্ত জেলার জন্য ভারতীয় আবহাওয়া দপ্তর যারা হলুদ সতর্কতা জারি করা হয়েছে | উত্তরবঙ্গের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা ২০ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে যদিও পার্বত্য অঞ্চলে তা ১৫ থেকে ২৫ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে |
গাঙ্গেয় পশ্চিমবঙ্গের আগামীকাল বৃষ্টির সম্ভাবনা একটু কমলেও পরবর্তী দুই-তিন দিনে ৫০ থেকে ৬০ কিলোমিটার ঝড়ো হাওয়া সহ বৃষ্টির সমূহ সম্ভাবনা | সপ্তাহ শেষে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেও তা আবার বাড়তে পারে আগামী সপ্তাহ থেকে | গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই সপ্তাহ কালীন সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ও ২৫ ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি থাকবে | আগামী কয়েক দিন ধরে চলো এই কালবৈশাখী রাজ্যবাসীকে স্বস্তি দিলেও একই সাথে সতর্ক থাকতে হবে বজ্রপাত তীব্র বৃষ্টি ও ঝড়ো হাওয়া থেকে | কালবৈশাখীর সময় খোলা জায়গায় বা কোন গাছের নিচে কাউকে না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে | সঠিক ও সময়মতো আবহাওয়ার পূর্বাভাস পেতে জুড়ে থাকুন আমাদের সাথে।
Read more on our website
No comments:
Post a Comment