নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগর থেকে ঢোকা জলীয় বাষ্পের পাশাপাশি ঘূর্ণাবর্ত ও সম্মিলন অঞ্চলের প্রভাবে মে মাসের দ্বিতীয় সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে। বর্তমানে উত্তর পূর্ব ভারতের উপর যে বৃষ্টিবলয়টি অবস্থান করছে তা আগামী ৫ দিনের মধ্যে আরও প্রসারিত হয়ে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে। কলকাতা হাওড়া হুগলি নদীয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে। কবে হবে মূলত এই ঝড়বৃষ্টি? ৬ই মে থেকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বাড়বে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির দাপট যা চলবে ১৫ই মে পর্যন্ত। ৫০ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের পাশাপাশি কালবৈশাখী ও তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মূলত দুপুর বা তার পর থেকে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে শুরু করবে। বিকালের দিকে সমগ্র দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ঘটাবে। বিক্ষিপ্ত থেকে বিস্তৃত ভাবে ও কোনো কোনো সময় দফায় দফায় কালবৈশাখী ঝড় হবার সম্ভাবনা রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গেই।
মূলত উত্তর পূর্ব ভারত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হয়ে তামিলনাড়ু পর্যন্ত একটি সম্মিলন অঞ্চল ও ঝাড়খণ্ড ও তৎসংলগ্ন অঞ্চলের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই ঝড়বৃষ্টি ফসলের ক্ষতিসাধন করতে পারে তাই সমস্ত চাষী ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে প্রয়োজনীয় ফসল ৫ই মে এর মধ্যে কেটে ফেলার চেষ্টা করুন নাহলে ফসলের ক্ষতির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড় চলাকালীন বাইরে বেরোবেন না কারণ কালবৈশাখী ঝড়ের সঙ্গে প্রবল বজ্রবিদ্যুৎ থাকতে পারে। বজ্রপাতের কারণে জীবন হানির সম্ভাবনা রয়েছে।
৩রা মে ২০২৪
ভালো সচেতনতার পুর্বাভাষ
ReplyDelete