ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা .... এর প্রভাবে কি রকম থাকতে চলেছে আগামী দিনে সমগ্র পশ্চিমবঙ্গের আবহাওয়া তা জেনে নেওয়া যাক .... - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, June 02, 2024

ইতিমধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা .... এর প্রভাবে কি রকম থাকতে চলেছে আগামী দিনে সমগ্র পশ্চিমবঙ্গের আবহাওয়া তা জেনে নেওয়া যাক ....

নমস্কার আপনাদের সকলকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পট এ স্বাগতম জানাই। বর্তমানে এবং আগামী দিনে আবহাওয়া পরিস্থিতি কিরকম থাকতে চলেছে চলুন তা এক নজরে জেনে নেওয়া যাক। বস্তুত হয়ে বলা যায় যে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করেছে যার জেরে আগামী দিনে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যার জেরে উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে আগামী দিনে পর্যটকদের সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে কারণ অত্যাধিক বৃষ্টির জন্য পাহাড়ে ধস নামার মতন পরিস্থিতি তৈরি হতে পারে । এছাড়া উত্তরবঙ্গের পাশাপাশি যদি দক্ষিণবঙ্গের কথায় আসা যায় তাহলে দক্ষিণবঙ্গে এখনো অব্দি বর্ষা প্রবেশ না করলেও দক্ষিণবঙ্গে কিন্তু প্রতিদিনই কোথাও না কোথাও প্রাক বর্ষা মৌসুমের দরুন বজ্রগর্ভ মেঘ সৃষ্টি ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বজ্র বিদ্যুৎসহ । আশা করে যাচ্ছে দক্ষিণবঙ্গে আর বেশ কিছুদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে পারে তবে দক্ষিণবঙ্গে আদ্রতা বেশি থাকার কারণে বর্তমানে গরম সে রকম না হলেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে এবং বৃষ্টিপাত হলেও এই অস্বস্তিও গরম থেকে কিন্তু রেহাই মিলবে না বাতাসে আদ্রতা বেশি থাকার কারণে । আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারতের পশ্চিমের রাজ্যগুলিতে ভয়ংকর গরম লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ বলা যায় দিল্লি উত্তর প্রদেশ এই সমস্ত অঞ্চলে কিন্তু রেকর্ড তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে যা কিন্তু সত্যি ভয়াবহ । এই প্রাক বর্ষা মৌসুমে আমরা প্রতিনিয়ত চোখ রাখছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের আপডেট করার চেষ্টা করছি সমস্ত রকম দুর্যোগ সম্পর্কে তাই আমরা আশা করি যে আপনারা সকলে আমাদের পাশে থাকবেন এবং আমাদের এই ফেসবুক পেজটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......