নিজস্ব সংবাদদাতা ঘূর্ণিঝড় রিমেল পশ্চিমবঙ্গ ও লাগুয়া বাংলাদেশে আঘাত হেনে দুর্বল হয়ে উত্তর-পূর্ব ভারতের দিকে সরে গেছে এই ঘূর্ণিঝড়ের দুর্বল অংশ ঘূর্ণাবর্তা হিসেবে নিম্নচাপ অক্ষরেখার সঙ্গে মিশে গেছে উত্তর-পূর্ব ভারতের ওপর। যার জন্য উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এই ভারী বৃষ্টিপাত এবং ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ অক্ষরেখা উত্তর-পূর্ব ভারতে বর্ষা আসার অনুকূল পরিবেশ তৈরি করেছে যার জন্য উত্তর-পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চলে ৩০শে মে ২০২৪ বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষার প্রবেশ ঘটেছে এই মৌসুমী বায়ু আগামী তিনদিনের মধ্যে উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে প্রবেশ করে যাবে। ৩০ শে মে আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা অরুনাচল প্রদেশে বর্ষা প্রবেশ করে গেছে এবং ৩০শে মে একইসঙ্গে কেরালা তেও বর্ষা প্রবেশ করেছে। কেরালা ও উত্তর-পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করেছে ঠিকই কিন্তু আম বাঙালির প্রশ্ন দক্ষিণবঙ্গে বিশেষত কলকাতায় কবে বর্ষা ঢুকবে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার অনুকূল পরিবেশ তৈরি করতে পারে বঙ্গোপসাগরে সৃষ্ট কোন নতুন নিম্নচাপ এই নিম্নচাপ বর্ষা কে কেরালা থেকে টেনে নিয়ে আসতে পারে বা বঙ্গোপসাগরে থাকা মৌসুমী বায়ুর শাখা কে প্রবেশ করাতে পারে। এই নিম্নচাপ কবে সৃষ্টি হবে তার একটা প্রাথমিক অনুমান দেওয়া হল। জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে বিশেষত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। যা পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপটি উড়িষ্যা থেকে বাংলাদেশের মধ্যে স্থলভাগ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই নিম্ন চাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে বিশেষত ১০ থেকে ১৪ই জুনের মধ্যে দক্ষিণবঙ্গ কলকাতা ঝাড়খন্ড উড়িষ্যায় বর্ষা প্রবেশ করতে পারে এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বর্ষা ঢুকে যেতে পারে। আপাতত বর্ষা প্রবেশ না হওয়া পর্যন্ত দক্ষিণবঙ্গে ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে বিক্ষিপ্তভাবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হতে পারে সাথে থাকতে পারে তীব্র থেকে তীব্রতর বজ্রপাত এই স্থানীয়ভাবে বজ্র-গর্ভ মেঘ সঞ্চার হলে যে বৃষ্টি হবে তাতে ঘর্মাক্ত অস্বস্তি কমবে না বরং মৌসুমী বায়ু আগমনের প্রাক্কালে ঘর্মাক্ত অস্বস্তি প্রচন্ড পরিমাণে অনুভূত হবে দক্ষিণবঙ্গে।
ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল
৩১শে মে ২০২৪
No comments:
Post a Comment