রেকর্ড ব্রেকিং অস্বস্তি সূচকে জ্বলছে, দক্ষিণবঙ্গ ।।চূড়ান্ত তীব্র ভ্যাপসা গরম থেকে মুক্তি এখনই নেই।। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, June 15, 2024

রেকর্ড ব্রেকিং অস্বস্তি সূচকে জ্বলছে, দক্ষিণবঙ্গ ।।চূড়ান্ত তীব্র ভ্যাপসা গরম থেকে মুক্তি এখনই নেই।।

নিজস্ব সংবাদদাতা কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ১২ থেকে ১৫ই জুনের মধ্যে কিন্তু ২০২৪ সালে ১৫ ই জুনেও বর্ষার দেখা মেলেনি। তাহলে বর্ষা কি আর আসবে না এদিকে বর্ষা প্রবেশ না করায় রীতিমতো দক্ষিণবঙ্গে ছড়ি ঘোরাচ্ছে দাবদাহ ও চূড়ান্ত অস্বস্তিকর ঘর্মাক্ত এক ভয়াবহ ভ্যাপসা, গুমোট গরম এদিকে বিক্ষিপ্তভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে কয়েকটি অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হলেও তীব্র ভ্যাপসা গুমোট গরম থেকে মুক্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গবাসী। যে সমস্ত অঞ্চলে স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হচ্ছে সেই সমস্ত অঞ্চলে সাময়িক গরম থেকে একটা স্বস্তি মিললেও পার্মানেন্ট স্বস্তি মিলছে না সেই দিনের বেলায় চূড়ান্ত ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আবার বৃষ্টির বন্টন ও প্রকৃতি সব জায়গায় সমান হচ্ছে না কোথাও হচ্ছে তো কোথাও হচ্ছে না। যে সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে না সেখানে আরো তীব্রতর ভ্যাপসা গরম অনুভব হচ্ছে। দরদর করে দিনরাত ঘাম ও রোদের তাপে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গবাসীর। পশ্চিমাঞ্চলে তবুও বৃষ্টি হচ্ছে কলকাতাও তার পার্শ্ববর্তী অঞ্চলে সেটুকুও হচ্ছে না। যার জন্য অসস্তি ছাড়িয়েছে লাগাম। 15 ই জুন দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা ও আপেক্ষিক আদ্রতার সমন্বয় করে দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডা শহরে অসস্তি সূচক বা রিয়েলফিল উঠে গেছে ৮১° সেলসিয়াস যা রেকর্ড ব্রেকিং অস্বস্তি সূচক হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত বড়গাছিয়ায় অস্বস্তি সূচক উঠে গেছে ৭৪ ডিগ্রি সেলসিয়াস হাওড়া জেলার আমতা ওয়ান ব্লকের অন্তর্গত সিরাজবাটি অঞ্চলে সর্বোচ্চ অস্বস্তি সূচক উঠে গেছে ৬৫ ডিগ্রি সেলসিয়াস নদিয়া জেলার অন্তর্গত কল্যাণী শহরে অস্বস্তি সূচক উঠে গেছে ৬৮ ডিগ্রি সেলসিয়াস এছাড়া দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পার্শ্ববর্তী জেলাগুলোতে অসস্তি সূচক ৫৫ থেকে ৬৫° সেলসিয়াসের আশেপাশে ১৫ ই জুন শনিবার দুপুরে ঘোরাফেরা করছিল। উপরোক্ত স্টেশনগুলো ছাড়াও আরো বেশ কিছু স্টেশনের রিয়েলফিল বা অস্বস্তি সূচক উল্লেখ করা হলো দমদম 62 ডিগ্রি সেলসিয়াস খড়গপুর ৬৭ ডিগ্রি সেলসিয়াস ঝাড়্গ্রাম ৬২ ডিগ্রি সেলসিয়াস বসিরহাট ৬১ ডিগ্রি সেলসিয়াস বারুইপুর ৬২ ডিগ্রি সেলসিয়াস নিমপীঠ ৬০ ডিগ্রি সেলসিয়াস উত্তর পাড়া ৬২ ডিগ্রি সেলসিয়াস নিউ আলিপুর ৬২ ডিগ্রি সেলসিয়াস গড়িয়া, ৬১ ডিগ্রি সেলসিয়াস বেহালা শখের বাজার ৬০ ডিগ্রি সেলসিয়াস বড়বাজার ৬৩ ডিগ্রি 
সেলসিয়াস। ১৫ ই জুন বিকালের দিকে কিছু কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি হয়ে অস্বস্তি সূচক বেশ খানিকটা নমনীয় হয়েছে তবে আগামীকাল অর্থাৎ ১৬ই জুন রবিবার সকাল থেকে ফের দাপট দেখাবে অস্বস্তি সূচক তীব্র ভ্যাপসা গুমোট গরমে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী অন্যদিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে তবে যে সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে না সেখানে প্রচন্ড ভ্যাপসা গরম অনুভূত হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীর মনে এখন একটাই প্রশ্ন বর্ষা কবে আসবে বর্ষা আসার স্বাভাবিক সময় পার করে ফেলেছে ২০২৪ সালে স্বাভাবিকের থেকে দেরি করেই বর্ষা ঢুকবে, দক্ষিণবঙ্গে আশা করা যায় অনুকূল পরিস্থিতি থাকলে ২০ থেকে ২৩ শে জুনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে, বর্ষা। আপাতত ২০ শে জুনের আগে পর্যন্ত প্রচন্ড ভ্যাপসা গুমোট গরম ও দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও তাপপ্রবাহ চলতে পারে এবং বিক্ষিপ্তভাবে কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। ১৮ই জুন বা তারপর থেকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা বাড়বে তবে ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম চলতেই থাকবে অন্যদিকে বর্ষা কুড়ি থেকে ২৩ শে জুনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করলেও সেই বর্ষাও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ছাড়া উল্লেখযোগ্য বড় ধরনের বৃষ্টি, ঘটাতে পারবে না তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিসর ১৮ই জুনের পর থেকে বেশ খানিকটা বৃদ্ধি পাবে পরিমণ্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান থাকায় অস্বস্তি সূচক স্বাভাবিকের থেকে। অনেক উপরে থাকবে দিনরাত ঘর্মাক্ত অস্বস্তি অনুভূত হবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলে কিছুটা স্বস্তি মিললেও সে স্বস্তি সাময়িক সে স্বস্তি দীর্ঘস্থায়ী হবে না। অন্যদিকে বর্তমান উপগ্রহ চিত্র ও বায়ু প্রবাহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে ঝাড়খন্ড ও তৎসংলগ্ন অঞ্চলের ওপর একটি সারকুলেশন অবস্থান করছে একটি নিম্নচাপ অক্ষরেখা বা ট্রাফ লাইন বিস্তৃত হয়েছে উত্তরপ্রদেশ থেকে সারকুলেশনের মধ্যে দিয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত এই নিম্নচা অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার দিনাজপুর দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদা জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী ৭২ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা থেকে ঝরো হাওয়া বয়ে যেতে পারে। যার জন্য উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে মনোরম আবহাওয়া বিরাজ করবে উত্তরবঙ্গের পাশাপাশি সিকিমে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পার্বত্য অঞ্চলে হড়পা বান ও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের তিস্তা তোর্সা জলঢাকা বালাসন মহানন্দা রঙ্গিত প্রভৃতি নদনদীর জলস্তর স্বাভাবিকের থেকে অনেকটাই বেড়ে যাবে এবং উত্তরবঙ্গ সিকিমে চলমান বন্যা পরিস্থিতি অবনতি হবার সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির কারণে নিচু অঞ্চলে জলমগ্নতা হবার পরিস্থিতি থাকছে এদিকে উত্তরবঙ্গের নিম্নচাপ অক্ষরেখার টানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ আদ্র বাতাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তরবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতের দিকে অগ্রসর হবার কারণে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান হবে যার জন্য অস্বস্তি ও গরম অত্যধিক পরিমাণে অনুভূত হবে আপাতত বর্ষা আসার আগে পর্যন্ত। ঘর্মাক্ত অস্বস্তি এবং বর্ষা আসার পরেও ঘর্মাক্ত অস্বস্তি পিছু ছাড়বে না দক্ষিণবঙ্গবাসী। দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা তখনই তৈরি হতে পারে যদি বঙ্গোপসাগরে কোন নিম্নচাপ তৈরি হয় তবে বঙ্গোপসাগরে উল্লেখযোগ্য নিম্নচাপ সৃষ্টির পরিস্থিতির এখন দেখা যাচ্ছে না তাই বজ্রগর্ভ মেঘের বৃষ্টি থেকেই সাময়িক স্বস্তি নিয়ে সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গবাসীকে। 
Weather of West Bengal 
15TH JUNE 2024 (Night)

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......