নিজস্ব সংবাদদাতা এপ্রিল মাসের শেষে ভয়াবহ দাবদাহের সময় পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা। রেকর্ড ভেঙেছিল বিগত 100 বছরের। ১৪ ই জুন ২০২৪ শুক্রবার দুপুরে কলাইকুন্ডা এ বছরের দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ভেঙে ফেলল। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ভারতীয় মৌসুম বিভাগের তরফ থেকে ৪৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এর পাশাপাশি আপেক্ষিক আদ্রতা কলাইকুন্ডা ও তৎসংলগ্ন। এলাকায় দুপুরে ছিল ৪৫ শতাংশ। যার জন্য অস্বস্তি সূচক উঠে গেছে ৭০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে অর্থাৎ খুবই কষ্টকর গরমের পাশাপাশি ভয়াবহ তাপপ্রবাহ বয়ে গেছে পশ্চিম মেদিনীপুর জেলার কলাইকুন্ডা শহরে, অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা শহর সংলগ্ন খড়গপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 43. 8 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু অঞ্চলে ভয়াবহ তাপপ্রবাহের পাশাপাশি প্রচন্ড কষ্টকর ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে যা আগামী ৪৮ ঘণ্টায় অব্যাহত থাকবে। এখন প্রশ্ন জুন মাসে যেখানে বর্ষা ঢুকে যায়। ২০২৪ সালের এখনো পর্যন্ত বর্ষা কেন প্রবেশ করছে না তার কারণ ঝাড়খন্ড ও সংলগ্ন অঞ্চলে মধ্য ট্রপোস্ফিয়ারিক লেভেলে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে যা শুষ্ক পশ্চিমা বাতাসকে ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা গুলোর দিকে পাঠিয়ে দিচ্ছে এবং মাত্রা ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ও তাপপ্রবাহ বয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে কলাইকুন্ডা ও খড়্গপুরের পাশাপাশি, মেদনীপুর শহরে সর্বোচ্চ তাপমাত্রা উঠে গেছে 42 ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা উঠে গেছে 43. 8 ডিগ্রি সেলসিয়াস পুরুলিয়া ৪৪. ৬° সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ১৪ই জুন শুক্রবার দুপুরে আগামী ৪৮ ঘণ্টাতেও তাপপ্রবাহ ও কিছু কিছু অঞ্চলে তীব্র তাপপ্রবাহ বয়ে যাবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে দিনের বেলায় অসহ্য তাপপ্রবাহ ও রাতের দিকে প্রচন্ড ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম অনুভব হবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বিশেষত পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ভারতীয় মৌসম বিভাগ তরফ থেকে রেকর্ডকৃত তথ্য পাওয়া গেলেও আপেক্ষিক আদ্রতার তথ্যটি নেওয়া হয়েছে কলাইকুন্ডা শহরের খুব কাছেই অবস্থিত খড়্গপুরের আপেক্ষিক আদ্রতাকে ধরে খড়্গপুরের আপেক্ষিক আদ্রতা দুপুরে ছিল ৪৫ শতাংশ এই ৪৫ শতাংশের আশেপাশেই ছিল পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা শহরের আপেক্ষিক আদ্রতা। এখন প্রশ্ন হল এই এই ভয়াবহ দাবদাহ ও চূড়ান্ত অস্বস্তিকর গরম থেকে মুক্তি কবে পাবে পশ্চিম মেদিনীপুর জেলা? বর্তমান উপগ্রহ চিত্র ও বায়ু প্রবাহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের ওপর সক্রিয় বৃষ্টিবাহী কোন সিস্টেম নেই বিহার ও সংলগ্ন ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর-পূর্ব ভারতের ওপর। নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ আদ্র বাতাস। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তরবঙ্গ ও উত্তর পূর্ব ভারতের দিকে চলে যাচ্ছে। সক্রিয় মৌসুমী বায়ু ও নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে যার জন্য আগামী ৪৮ ঘণ্টাতেও ভ্যাপসা গরম এবং তাপপ্রবাহ চলবে কলাইকুন্ডা খড়গপুর সহ পশ্চিম মেদনীপুর জেলায় এবং আগামী ৭২ ঘণ্টাতেও আবহাওয়া পরিস্থিতির তেমন কোন পরিবর্তন হবে না বরং আরো জলীয় বাষ্পপূর্ণ আদ্র বাতাস প্রবেশ করার জন্য। প্রচন্ড পরিমাণে কষ্টকর ঘর্মাক্ত ও অস্বস্তিকর ভ্যাপসা গুমোট গরম অনুভব হবে পশ্চিম মেদিনীপুর জেলায় সেক্ষেত্রে রিয়েল ফিল বা অনুভূতি সূচক ৫৫ থেকে ৭৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। এবং ১৮ই জুন থেকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা বাড়বে ঘূর্ণাবর্ত সক্রিয় হওয়ার জন্য তবে ভ্যাপসা গুমোট গরম এখনই কমবে না মেদনীপুর জেলায় ১৯ থেকে ২৫ শে জুনের মধ্যে মেদিনীপুরে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে তবে মৌসুমী বায়ুর প্রভাবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। লাগাতার ভারী বৃষ্টি বা একনাগারে দু-তিন দিন বৃষ্টি হওয়ার কোন সম্ভাবনা নেই। মৌসুমী বায়ু প্রবেশ করলেও একমাত্র বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা বা নিম্নচাপ সক্রিয় হলে তবেই ভারী বৃষ্টির বা লাগাতার বৃষ্টির মুখ দেখবে পশ্চিম মেদিনীপুরবাসী। আপাতত তাপপ্রবাহ ভ্যাপসা গরম ও বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। মেদনীপুরের মানুষদের।
Weather of West Bengal
14th June 2024 (Night)
No comments:
Post a Comment