বর্ষা এলেও বিশেষ কিছু লাভ হবে না কলকাতার কপালে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি আর তীব্র জ্বালাময় গরম - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, June 16, 2024

বর্ষা এলেও বিশেষ কিছু লাভ হবে না কলকাতার কপালে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি আর তীব্র জ্বালাময় গরম

নিজস্ব সংবাদদাতা খাতায়-কলমে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আসার সময় পার হতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সরকারি হিসাবে ১২ থেকে ১৫ই জুনের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের কথা বলা থাকলেও প্রবেশ করেনি মৌসুমী বায়ু এরপর যখনই কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করুক না কেন তা স্বাভাবিকের থেকে বিলম্ব হিসেবেই ধরা হবে। বর্তমানে মৌসুমী বিস্তার রেখা গুজরাট থেকে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়েছে তবে বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে মৌসুমী বিস্তার রেখা গেলেও কলকাতায় এখনো অধরা মৌসুমী বায়ু এদিকে তীব্র অস্বস্তিকর ঘর্মাক্ত গরমে প্রাণ ওষ্ঠাগত আম বাঙালি এবং কলকাতাবাসীর। সবার একটাই প্রশ্ন কলকাতা সহ দক্ষিণবঙ্গে কবে ঢুকবে বর্ষা? বর্তমান উপগ্রহ চিত্র ও বায়ু প্রবাহ চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে একটি মধ্যস্তরীয় প্রতীপ ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন অঞ্চলে যার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মধ্যস্তরীয় পশ্চিমার জেট বাতাসের প্রাবল্য বেশি রয়েছে। ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে দক্ষিণা বাতাস থাকলেও উপরের স্তরে পশ্চিমা জেট বাতাসের কারণে আটকে রয়েছে মৌসুমী বায়ু। আগামী ২৪ ঘণ্টাতেও এ পরিস্থিতির পরিবর্তন হবে না এমনকি আগামী ৪৮ ঘণ্টাতেও এ পরিস্থিতির পরিবর্তন হবে না তবে ১৮ই জুনের পর থেকে মধ্যস্তরীয় প্রতীপ ঘূর্ণাবর্তের প্রভাব কাটতে শুরু করবে, অন্যদিকে ঝাড়খণ্ডের ওপর একটি ঘূর্ণাবর্ত সক্রিয় হবে এবং তা বিস্তার লাভ করবে। এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হবে যার জন্য ১৮ থেকে উনিশে জুনের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রাক মৌসুমী বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও বাড়বে। তবে এ ধরনের প্রাক মৌসুমী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে। অর্থাৎ কোথাও বৃষ্টি হবে আবার কোথাও বৃষ্টি হবেই না এবং তীব্র থেকে তীব্রতর বিদ্যুৎ দেখা যাবে। এ ধরনের বিক্ষিপ্ত বৃষ্টি থেকে গরম ও অস্বস্তি কমবে না বরং গরম অসস্তি সমান তালে বজায় থাকবে মৌসুমী বায়ু আরো কাছে চলে আসায় দিবারাত্র দরদর করে ঘাম হবে। জ্বালাময় অস্বস্তি অনুভূত হবে এরকম ভাবেই বিক্ষিপ্ত বৃষ্টি দিয়ে ২০ থেকে ২২ শে জুনের মধ্যে মৌসুমী বায়ু প্রবেশ করে যাবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু ঢুকলেও বৃষ্টি হবে কেবলই বিক্ষিপ্ত অর্থাৎ সব সময় বৃষ্টি লাগাতার ভারী বৃষ্টি এসব হবে না স্বল্প স্থায়ী কোথাও কোথাও ভারী বৃষ্টি হলেও বৃষ্টির বন্টন ও পরিমাণে খুবই তারতম্য থাকবে কোথাও বৃষ্টি হবে কোথাও বৃষ্টি হবে না তবে বজ্রপাত ফাটিয়ে হবে যে জায়গায় বৃষ্টি হবে সেখানে অতিমাত্রায় বজ্রপাত দেখা যাবে বজ্রপাত থেকে গাছে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা খুব রয়েছে। বর্ষা ঢুকলেও গরম অস্বস্তি থেকে চট করে মুক্তি মিলবেনা। যখন যেখানে বৃষ্টি হবে সেখানে খুবই হালকা স্বস্তি মিললেও আবার প্রচন্ড ঘর্মাক্ত অস্বস্তিকর গুমোট গরম অনুভব হবে অস্বস্তি সূচক লাগাম ছাড়া থাকবে পশ্চিমাঞ্চলে জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সেই গরমেই নাজেহাল হতে হবে বর্ষা এলেও। এরকম বর্ষা আসার থেকে না আসা অনেক ভালো যা বর্ষা, প্রথমার্ধে দেখতে চলেছে দক্ষিণবঙ্গবাসী। তাহলে বর্ষা আসার পর লাগাতার তিন চার দিন ধরে বৃষ্টি বা ভারি থেকে অতি ভারী বৃষ্টি কবে দেখবে দক্ষিণবঙ্গ? এখনই ওরকম লাগাতার ভারী বর্ষণ হবার কোন সম্ভাবনাই নেই যা বৃষ্টি হবে ওই বিক্ষিপ্ত বৃষ্টি একমাত্র বঙ্গোপসাগরে কোন নিম্নচাপ সৃষ্টি হলে তবেই পরিবর্তন সম্ভব। আপাতত আগামী ৭ দিনে উল্লেখযোগ্য নিম্নচাপ সৃষ্টির সম্ভবনা কম রয়েছে বঙ্গোপসাগরে।
Weather of West Bengal 
16th June 2024

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......