বাড়ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ থেকেই কি হবে পরিবর্তন? দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রুকুটি। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, June 18, 2024

বাড়ছে ঝড় বৃষ্টির সম্ভাবনা আজ থেকেই কি হবে পরিবর্তন? দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ভ্রুকুটি।

নিজস্ব সংবাদদাতা দক্ষিণবঙ্গে বিভিন্ন অঞ্চলে অতিষ্ঠ কর গরম কবে কমবে? তা নিয়ে সমস্ত দক্ষিণ বঙ্গবাসী যেন চিন্তিত। কি হবে ? গরম বাড়বে? না ঢুকবে বর্ষা এই নিয়েই এখন গ্রামে গঞ্জে পাড়ায় চলছে আলোচনা। বর্ষা কবে আসবে? বৃষ্টির কি দেখা পাব সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলে এসেছে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল আগামী ৪৮ ঘণ্টা থেকেই আবহাওয়া পরিস্থিতির পরিবর্তন হতে শুরু করবে দক্ষিণবঙ্গে ভ্যাপসা গরম প্রশমিত হবে। দক্ষিণা বাতাসের আনুকূল্যে বর্তমানে উত্তরবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলের ওপর একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে এই নিম্নচাপ অক্ষরেখার জন্য স্থলভাগের মধ্যে তীব্র বায়ুর চাপের তারতম্যের কারণে আগামী ৪৮ ঘণ্টায় সামুদ্রিক দমকা হওয়ার পরিমাণ বাড়বে, যার জন্য বিগত দিনের তুলনায় গরম ও অসস্তি দুটোই প্রশমিত হবে। মঙ্গলবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গে যা পরবর্তী ৭২ ঘণ্টায় আরো প্রসারিত হবে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে প্রাক বর্ষার বৃষ্টি পুরোদমে শুরু হবে বিক্ষিপ্তভাবে এবং সমগ্র দক্ষিণবঙ্গে তীব্র থেকে তীব্রতর ভয়াবহ বজ্রপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা। ঝাড়খন্ড ও তৎসংলগ্ন অঞ্চলের ওপর সার্কুলেশন সক্রিয় হবে পাশাপাশি একটি শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত হবে দক্ষিণবঙ্গের ওপর দিয়ে। যার জন্য। বিভিন্ন সময়ে দক্ষিণবঙ্গের ওপর বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটবে হাওড়া হুগলি কলকাতা দুই ২৪ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত থেকে কোথাও কোথাও প্রায় বিস্তৃত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। গরম কিছুটা কমলেও বায়ুমন্ডলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের কারণে ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম অনুভব হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে, কিছুটা হলেও স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে।
Weather of West Bengal 
18/6/24

No comments:

Post a Comment