আগামী দিনে আবহাওয়ার কি পরিবর্তন হতে চলেছে চলুন তা জেনে নেওয়া যাক... - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, June 19, 2024

আগামী দিনে আবহাওয়ার কি পরিবর্তন হতে চলেছে চলুন তা জেনে নেওয়া যাক...

নমস্কার আপনাদের সবাইকে ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের স্বাগতম জানাই। আবহাওয়ার বেশ কয়েকটা পরিবর্তন লক্ষ্য করা গেছে ইতিমধ্যে । বর্তমানে দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা রয়েছে তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকার জন্য গরম অনুভূত হচ্ছে । মূলত আপনারা এখন এই তথ্যই শুনতে চান যে বৃষ্টি কবে হবে এবং মূলত কলকাতায় বৃষ্টি কবে হবে ? স্বাভাবিকভাবেই এই মাসে কলকাতায় সেরকম বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি বললেই চলে শুধু রেমালের জন্য হয়তো কিছু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছিল। তবে আপনাদের এও উল্লেখ করে রাখি যে বর্তমানে কিন্তু বর্ষা বেশি দূরে নেই । বস্তুতভাবে বলা যায় যে বর্ষা কিন্তু এখন দক্ষিণবঙ্গের দরজায় কারা নাড়ছে। যেকোনো মুহূর্তে বর্ষা দক্ষিণবঙ্গে ঢুকতে পারে এবং যার জেরে দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো। বিশেষ করে বলা প্রয়োজন যে প্রতিদিনই কিন্তু পশ্চিমাঞ্চলে কোন না কোন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হচ্ছে এবং আগামী দিনে এর ব্যাপ্তি আরো বেশ খানিকটা বেড়াতে চলেছে। আমাদের তরফ থেকে আগেই জানানো হয়েছিল যে এই বছরে বর্ষার প্রাক্কালে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে । তাই আমরা আমাদের সকল সদস্যদের অনুরোধ জানাচ্ছি এবং বিশেষ করে কৃষক বন্ধুদের কারণ কৃষকরাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বজ্রপাতের কারণে । আমরা প্রতিনিয়ত মনিটরিং চালাচ্ছি এবং যখনই কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে অবশ্যই আমরা সবার আগে সেটির কথা জানাবো আপনাদের তাই আপনারা ধৈর্য ধরুন আবহাওয়া এবারে ক্রমশ পাল্টাবে এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হবে বর্ষার কারণে তবে সব জায়গায় একসাথে বৃষ্টিপাত হবে না এটাই বলার । পরিশেষে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা রইল আর আবহাওয়া সম্পর্কিত সমস্ত তথ্য পেতে আমাদের পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলে চোখ রাখুন।

No comments:

Post a Comment