বিপজ্জনক বজ্রপাতের বলি তিন। বারবার সতর্ক করার পরেও ক্যানিং ও চন্দ্রকোনায় বজ্রপাতে মৃত্যু - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, June 21, 2024

বিপজ্জনক বজ্রপাতের বলি তিন। বারবার সতর্ক করার পরেও ক্যানিং ও চন্দ্রকোনায় বজ্রপাতে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা প্রাক মৌসুমী পর্যায়ে দক্ষিণবঙ্গে বজ্রপাত একটি স্বাভাবিক ঘটনা হলেও বর্তমান দূষণের জন্য বাতাসে এতটা পরিমাণ এসপিএম বা এরোসল মিশে আছে যা অস্বাভাবিক বজ্রপাত সৃষ্টি করতে সক্ষম। বজ্রপাতের ঘটনা স্বাভাবিক হলেও প্রাক মৌসুমী পর্যায়ে ও মৌসুমী বায়ু আসার প্রাক্কালে বজ্রপাত বেশি মাত্রায় পড়ে এবং সবচেয়ে যে বজ্রপাত ক্ষতিকর ক্লাউড টু গ্রাউন্ড বজ্রপাত বেশি দেখা যায়। ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল তাই বাড়তি সতর্কতা প্রদান করার জন্য অনেক আগে থেকেই তীব্র বজ্রপাত দক্ষিণবঙ্গে হতে পারে তা জানিয়েছিল যদিও বৃষ্টিপাত নির্ধারিত সময়সীমার প্রাথমিক পর্যায়ে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও তীব্র বজ্রপাত পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এই সমস্ত অঞ্চলে দেখা গিয়েছিল‌। ২০শে জুন থেকে বৃষ্টি বলয়টি আরো শক্তিশালী হওয়ার কারণে এবং বৃষ্টিপাতের বন্টন বিস্তৃত হওয়ার কারণে দক্ষিণবঙ্গের সমগ্র অঞ্চলে কম বেশি, বৃষ্টিপাত হয়েছে এবং জায়গায় জায়গায় বেশ ভালো রকম বজ্রপাত দেখা গেছে কিছু কিছু জায়গায় ভয়াবহ মাত্রায় বজ্রপাত লক্ষ্য করা গেছে। বারংবার সতর্কতা দেওয়ার সত্বেও কিছু কিছু আবহাওয়া সংস্থা এই বজ্রপাতকে স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেছে। বজ্রপাত স্বাভাবিক ঘটনা ঠিকই কিন্তু এই বজ্রপাত বর্তমান সময়ে জীবন হানিকর হয়ে উঠছে, গত ২৪ ঘন্টা তে বজ্রপাতে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ মিলিয়ে প্রায় ১০ জনের মত মানুষ মারা গেছে তাই বজ্রপাত স্বাভাবিক ঘটনা হলেও মানুষের মৃত্যু বজ্রপাতেই সবথেকে বেশি হয়ে থাকে তাই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে অবশ্যই সচেতন হওয়া প্রয়োজন বর্ষা প্রবেশ করলেও বজ্রপাতের তীব্রতা ভালোই বজায় থাকছে তা উত্তরবঙ্গের জেলাগুলো ভালই টের পাচ্ছে, উত্তরবঙ্গের দিনাজপুরে বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল অর্থাৎ ২০ শে জুন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউনে বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গেছে অন্যদিকে দক্ষিণ 24 পরগনার ক্যানিং শহরে বজ্রপাতে দুজন মানুষ মারা গেছে তাই বজ্রপাত নিয়ে অবশ্যই সকলে সতর্ক থাকুন বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে নিরাপদ আশ্রয়ে চলে আসুন বিশেষত বজ্রপাত পাকা বাড়ির মধ্যে পড়ে না তাই পাকা বাড়ির নিচে আশ্রয় নিন বজ্রপাতের সময় কখনোই গাছের নিচে দাঁড়াবেন না। বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে অবশ্যই ইলেকট্রনিক্স জিনিসের সুইচ বন্ধ করুন এবং আনপ্লাগড করুন। বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে একসঙ্গে দলবদ্ধ ভাবে থাকবেন না। বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে অবশ্যই ধাতব জিনিসের সংস্পর্শ থেকে দূরে থাকুন বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে জলপথ এড়িয়ে চলুন এবং জলের সংস্পর্শ থেকে দূরে থাকুন। বর্তমান আবহাওয়া পূর্বাভাসে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলের আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তীব্র বজ্রপাত পড়তে পারে তাই বজ্রপাত থেকে আগাম সর্তকতা নিয়ে রাখুন।
Weather of West Bengal 
21/6/2024

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......