নিজস্ব সংবাদদাতা: তীব্র ভ্যাপসা গরম অনুভব হচ্ছে সমগ্র দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় আরো বাড়বে, ভ্যাপসা ঘর্মাক্ত গুমোট গরমের দাপট বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প। প্রবেশ করছে। সমগ্র দক্ষিণবঙ্গে। ৭ই জুন অস্বাভাবিকভাবে বেড়ে গেছে অস্বস্তি সূচক দক্ষিণবঙ্গে ৭ জুন দক্ষিণ 24 পরগনার বারুইপুরে অস্বস্তি সূচক উঠে গেছে 62 ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত নিমপীঠে অস্বস্তি সূচক গিয়ে দাঁড়িয়েছে ৬০ ডিগ্রি সেলসিয়াস। হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত বড়গাছিয়ার সর্বোচ্চ অস্বস্তি সূচক উঠে গেছে ৫৮ ডিগ্রি সেলসিয়াস অন্যদিকে হাওড়া জেলার আমতার অসস্তি সূচক গিয়ে দাঁড়িয়েছে ৫৩ ডিগ্রি সেলসিয়াস। তীব্র ভ্যাপসা গরম থেকে রেহাই পায়নি নদীয়া নদীয়া জেলার কল্যাণীতে অস্বস্তি সূচক ছাড়িয়ে গেছে ৫৫ ডিগ্রি সেলসিয়াস লাগাম ছাড়া অস্বস্তি সূচক দেখা গেছে কলকাতার দমদমে সেখানে অস্বস্তি সূচক ৭ই জুন দাঁড়িয়েছে ৫৩° সেলসিয়াস আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আরো বাড়বে ঘর্মাক্ত ও অস্বস্তিকর ভ্যাপসা গরম বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে দক্ষিণবঙ্গে প্রবেশ করছে। জলীয় বাষ্প উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করে গেছে। মৌসুমী বায়ু যার জন্য সমগ্র দক্ষিণবঙ্গে প্রচন্ড পরিমাণে জলীয় বাষ্প জনিত কারণে ঘর্মাক্ত। ও অস্বস্তি কর গরম অনুভব হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে শক্তিশালী নিম্নচাপ অক্ষরেখা সারকুলেশন ও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঐ সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত চলছে, দক্ষিণবঙ্গের উপর থাকা জলীয় বাষ্পকে টেনে নিচ্ছে। উত্তরবঙ্গের মৌসুমী বায়ু এবং অ্যাসোসিয়েটেড ট্রাফ সার্কুলেশন। এদিকে ঝাড়খন্ড তৎসংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে তবে সেই ঘূর্ণাবর্তের দক্ষিণ দিকের কোয়াড্রেন্টে প্রচুর পরিমাণ শুষ্ক বাতাস থাকছে অন্যদিকে উপরের দিকের বা উত্তর দিকের কোয়ার ড্রেন্টে প্রচুর জলীয় বাষ্প থাকছে। যার কারণে উত্তরবঙ্গ বৃষ্টির দিক থেকে লাভবান হচ্ছে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টায় বিক্ষিপ্ত থেকে কোথাও কোথাও প্রায় বিস্তৃত হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে জলীয় বাষ্পের কারণে টুকটাক তৈরি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি ছাড়া উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। এই বৃষ্টিপাত হলেও অসস্তি ও ঘর্মাক্ত গরম কমবে না দিনরাত ঘর্মাক্ত ও অস্বস্তিকর ভ্যাপসা ও গুমোট গরম অনুভব হবে দিবারাত্র গুমোট গরমে গলদঘর্ম হবে আম বাঙালি বিশেষত দক্ষিণ বঙ্গবাসী। তাহলে কবে থেকে ঝড়-বৃষ্টি সম্ভাবনা তৈরি হবে ১১ই জুনের পর থেকে ঝড়-বৃষ্টি সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে অর্থাৎ জামাই ষষ্ঠীর প্রাক্কালে বা জামাইষষ্ঠীর সময় বজ্রবিদ্যুৎসহ বিস্তৃত ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে দক্ষিণবঙ্গে প্রবল বজ্রপাত ও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। ১২ থেকে ১৬ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করবে।
Weather of West Bengal
7.6.2024
No comments:
Post a Comment