জ্বলছে পশ্চিমাঞ্চল , বৃষ্টির সম্ভাবনা কবে ? কবে আসতে চলেছে বর্ষা ? চলুন বিস্তারিত জানা যাক .... - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, June 08, 2024

জ্বলছে পশ্চিমাঞ্চল , বৃষ্টির সম্ভাবনা কবে ? কবে আসতে চলেছে বর্ষা ? চলুন বিস্তারিত জানা যাক ....

নমস্কার আপনাদের সকলকে বেদার অফ ওয়েস্ট বেঙ্গলের ব্লগস্পটে স্বাগতম জানাই । বর্তমানে ভ্যাপসা গরমে নাজেহাল দক্ষিণ বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে অবস্থা আরো শোচনীয়। যদি আজকের কথা বলা যায় তবে আজকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে কোথায় কি রকম তাপমাত্রা ছিল চলুন তা একনজরে জেনে নিই । আজ পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং বাঁকুড়া ও দুর্গাপুরের তাপমাত্রা ছিল ৪২.৫° অন্যদিকে বোলপুরে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস । সিউড়ি ও কলাইকুন্ডা তে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এছাড়া বহরমপুর এবং পানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যতক্রমে ৪১ এবং ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস । এই প্রচন্ড গরমের পাশাপাশি বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেক বেশি থাকায় অনুভূতি সূচক অর্থাৎ রিয়েল ফিল উঠে গেছিল কোথাও কোথাও 50 ডিগ্রি সেলসিয়াস বা তারও অনেক উপরে । এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গবাসীর মনে একটাই প্রশ্ন যে বৃষ্টি কবে হবে। আপাতত বলা যায় যে শুষ্ক বায়ু ক্রমশ প্রবেশের ফলে এরূপ পরিস্থিতি তৈরি হচ্ছে । তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য কোথাও কোথাও কখনো কখনো বিক্ষিপ্ত হবে বজ্রকর্ম মেঘ সৃষ্টি হতে পারে, যার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে । তাই বৃষ্টিপাতের টাইপ বৃষ্টিপাতের তাৎক্ষণিক পূর্বভাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজে সর্বদা চোখ রাখবেন যাতে কোথাও বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির পরিচিতি তৈরি হলে আমরা সবার আগে আপনাদেরকে সচেতন করতে পারি । তবে এই মুহূর্তে বৃষ্টি হলেও তাপমাত্রা কমার কোন সম্ভাবনা নেই । তবে উল্লেখ করা প্রয়োজন যে যেহেতু আর কিছুদিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে তারপর পরিস্থিতি ধীরে ধীরে ক্রমশ স্বাভাবিক হবে। এই মুহূর্তে আশা করা যাচ্ছে ১২ থেকে ১৯ এ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে যার জেরে বৃষ্টিপাত এর পরিমাণ বাড়তে চলেছে দক্ষিণবঙ্গে বর্ষার অনুপ্রবেশের পর। এবং এরকমই অন্যান্য ধরনের তথ্য সবার আগে পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল এ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......