বহুদিন পর বর্ষা সক্রিয়তার অনুকূল পরিবেশ দক্ষিণবঙ্গে। হতে পারে ভারী বৃষ্টি ২৩শে জুলাই। - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, July 21, 2024

বহুদিন পর বর্ষা সক্রিয়তার অনুকূল পরিবেশ দক্ষিণবঙ্গে। হতে পারে ভারী বৃষ্টি ২৩শে জুলাই।

নিজস্ব সংবাদদাতা: অবশেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। বিগত জুন মাসে, ও জুলাই মাসে বঙ্গোপসাগরে উল্লেখযোগ্য নিম্নচাপ তৈরি হয়নি। তবে গত চার দিনে বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে এবং সেটি ওড়িশা উপকূলে প্রবেশ করেছে এই নিম্নচাপটি ছাড়া জুন জুলাই মাসে সে রকম নিম্নচাপ বঙ্গোপসাগর তৈরি করতে পারেনি। যার জন্য। মৌসুমী অক্ষরেখা, উত্তরবঙ্গের উপরেই অবস্থান করছিল। উত্তরবঙ্গ ভারী বৃষ্টি পেয়েছে। বিগত দিনে দক্ষিণবঙ্গের কপালে বর্ষার সেই টানা বৃষ্টি এখনো জোটেনি বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বর্তমানে ছত্রিশগড়ের উপর অবস্থান করছে। নিম্নচাপটি ছত্রিশগড়ের ওপর অবস্থান করায় মৌসুমী অক্ষরেখা। স্বাভাবিকের থেকে দক্ষিণ দিকে যে অবস্থানে ছিল তার থেকে উপরের দিকে উঠছে। অর্থাৎ স্বাভাবিক অবস্থানে চলে এসেছে বর্তমানে নিম্নচাপ অক্ষরেখাটি যথেষ্ট সক্রিয় রয়েছে এবং আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আরো সক্রিয় হবে। বর্তমানে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখাটি রাজস্থান ও তৎসংলগ্ন গুজরাট থেকে মহারাষ্ট্র ছত্রিশগড় উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দীঘার উপর দিয়ে বিস্তৃত হয়েছে। আগামী ৪৮ ঘন্টায় নিম্নচাপ অক্ষরেখাটি পশ্চিমবঙ্গের খড়গপুর তমলুক ও দক্ষিণ 24 পরগনার গোসাবার উপর দিয়ে শক্তিশালী হিসেবে বিস্তৃত হবে অর্থাৎ নিম্নচাপ অক্ষরেখাটি বর্তমানে এবং আগামী ৭২ ঘণ্টাতে স্বাভাবিক অবস্থানে থাকবে। এই সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলীয় ও তৎসংলগ্ন এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে চলেছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হাওড়া হুগলি কলকাতা ও দুই ২৪ পরগণায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ভারী থেকে কিছু কিছু সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির স্পেল তৈরি করতে পারে। সবথেকে বেশি বৃষ্টিপাত হতে পারে ২৩ শে জুলাই ২০২৪ অর্থাৎ মঙ্গলবার দিন এই দিন। উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেহেতু নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বৃষ্টি হবে তাই বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দীর্ঘদিন পর দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকাবাসী আদর্শ বর্ষার অনুভূতি পেতে চলেছে। ২৩ শে জুলাই আকাশ মেঘাচ্ছন্ন থাকবে দফায় দফায় থেকে কিছু কিছু সময় একনাগাড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের হাওড়া হুগলি কলকাতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় ভালোই বৃষ্টিপাতের মাত্রা বাড়তে চলেছে। সামগ্রিকভাবে বলা যায় বহুদিন পর দক্ষিণবঙ্গবাসী। বর্ষার অনুকূল পরিবেশ পেতে চলেছে। দক্ষিণবঙ্গের উপকূলীয় এলাকায় নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বায়ুর চাপের তারতম্যের কারণে মাঝেমধ্যে দমকা হাওয়া বয়ে যেতে পারে। 
#Weatherofwestbengal

No comments:

Post a Comment