নিজস্ব সংবাদদাতা: উড়িষ্যা উপকূলে একটা গভীর নিম্নচাপ রয়েছে তা দক্ষিণবঙ্গের আকাশ বাতাস দেখে মনে হচ্ছে না যেন দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপের হাত ধরে শরৎকাল চলে এসেছে এই বৃষ্টি এই রোদ। এই নীল আকাশ আবার এই যেন পূর্ব দিকে আকাশ কালো করে, একটু বৃষ্টি ব্যাস এটাই হল হাওড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে গভীর নিম্নচাপের প্রভাব কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে ফুরফুরে হাওয়া বয়ে যাচ্ছে গভীর নিম্নচাপের হাত ধরে। উড়িষ্যা উপকূলে গভীর নিম্নচাপ থাকলে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে প্রায় দিনভর ভারী বৃষ্টি হওয়ার কথা কিন্তু সে জায়গায় ওই মাঝেমধ্যে টুকটাক বৃষ্টি রোদ এই রকমই আবহাওয়া চোখে পড়ছে দক্ষিণবঙ্গে বৃষ্টি যেটা হচ্ছে সেটা নিম্নচাপের মূল মেঘমালার কারণে তো নয়ই বরং নিম্নচাপের প্রভাবে হঠাৎ হঠাৎ স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে পাসিং সাওয়ার বা প্রবাহমান বৃষ্টি হচ্ছে এই প্রবাহমান বৃষ্টি মূলত নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্পের সংযুক্তির জন্য হচ্ছে এদিকে পূবালী বাতাসের ধাক্কায় প্রায় ফাঁকা আবর্ত নিয়ে দাঁড়িয়ে রয়েছে উড়িষ্যা উপকূলে গভীর নিম্নচাপ। এই ফাঁকা আবর্তে কোন বর্ষণ মেঘের উপস্থিতি চোখে পড়ছে না এবং মেঘের উপস্থিতিও নেই বললেই চলে শুধুমাত্র নিম্নচাপ কেন্দ্রের পশ্চিম দিকে কিছু বৃষ্টি বাহী মেঘ তৈরি হয়েছে যা অন্ধ্রপ্রদেশে বৃষ্টি ঘটাচ্ছে। আগে বর্ষাকালে নিম্নচাপ তৈরি হলে দিনভর বৃষ্টি ঘটাতো কিন্তু এখন বর্তমান নিম্নচাপে এতটা পরিমাণে পূবালী বাতাস ধাক্কা দিয়েছে। এবং উইন্ডসেয়ার বেড়ে গেছে। যার জন্য নিম্ন চাপের কঙ্কাল রয়েছে কিন্তু নিম্নচাপের বর্ষণ মেঘ নেই অর্থাৎ পাতি কথায় বললে নিম্নচাপের কঙ্কাল ওড়িশা উপকূলে অবস্থান করছে। অথচ নিম্নচাপের হার মাস তৈরি হয়নি। নিম্নচাপের মেঘমালাই ঠিক করে তৈরি হয়নি, অথচ নিম্নচাপ কেন্দ্রের বায়ুর চাপ এতই কম আছে এবং নিম্নচাপ সুগঠিত কিন্তু মেঘ নেই। শুধু আবর্ত রয়েছে। তাই অফিসিয়ালি গভীর নিম্নচাপ ঘোষণা হলেও বাস্তবিক ক্ষেত্রে এটাকে ফাঁকা গভীর নিম্নচাপ বলা যায় আর দক্ষিণবঙ্গে যে বৃষ্টিটা হচ্ছে সেটা মূলত নিম্নচাপের প্রভাবে জলীয় বাষ্পের সংযুক্তির কারণে হচ্ছে এখন প্রশ্ন গভীর নিম্নচাপ তো তৈরি হয়েছে। কিন্তু আদৌ কি এই নিম্নচাপ থেকে ভারী বর্ষণ হবে আগামী ৪৮ ঘন্টায় যতক্ষণ না পর্যন্ত এই নিম্নচাপ স্থলভাগে উঠছে ততক্ষণ পর্যন্ত দক্ষিণবঙ্গে পাসিং সাওয়ার দেখা যাবে। অর্থাৎ মাঝেমধ্যে আকাশ কালো করে বৃষ্টি আবার পরক্ষণেই রোদ উঠে যাবে। যেটুকু পাসিং সাওয়ার হবে কিছু কিছু অঞ্চলে তা প্রবল মাত্রাতেও হতে পারে উপকূলীয় অঞ্চলে পাসিং সাওয়ারের তীব্রতা তুলনামূলকভাবে বেশি থাকবে হালকা থেকে মাঝারি ও কিছু কিছু অঞ্চলে জোরে জোরে বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপ স্থলভাগে ঢুকে যাওয়ার পর। নিম্নচাপ অক্ষরেখা বা ট্রাফ লাইন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে, যার জন্য ২২ থেকে ২৪ শে জুলাই এর মধ্যে বৃষ্টিপাতের তীব্রতা বাড়বে, দক্ষিণবঙ্গে আপাতত নিম্নচাপের প্রভাবে মাঝে মধ্যে দমকা হাওয়া বা ফুরফুরে হাওয়া ও প্রবাহমান বৃষ্টি এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে নিম্নচাপ বর্তমানে হিসেব মতো ন্যাড়া হিসেবে অবস্থান করছে। খাতায় কলমে গভীর নিম্নচাপ তৈরি হলেও ওই নিম্নচাপ উল্লেখযোগ্য বৃষ্টিবাহী মেঘ তৈরি করছে না যার জন্য আগামী ৪৮ ঘন্টায় যতক্ষণ ওই নিম্নচাপ উড়িষ্যা উপকূল ও তৎসংলগ্ন এলাকায় থাকবে ততক্ষণ ওই কয়েক দফায় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। তবে ২২ তারিখ থেকে নিম্নচাপ অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকার ওপর চলে আসতে পারে যার জন্য ২২ থেকে ২৫ শে জুলাই এর মধ্যে ভারী বৃষ্টি দেখা যেতে পারে, দক্ষিণবঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।।
Weather of West Bengal
20/7/24
No comments:
Post a Comment