আকাশে বর্ষার মেঘ; তাও কেন কমছে না পশ্চিমবঙ্গে বর্ষার ঘাটতি? - Weather of West Bengal

My weather, my bengal.

Wednesday, July 24, 2024

আকাশে বর্ষার মেঘ; তাও কেন কমছে না পশ্চিমবঙ্গে বর্ষার ঘাটতি?

বর্ষার অর্ধেক সময় পেরিয়ে গেলেও পশ্চিমবঙ্গে বর্ষার পরিস্থিতির কোনো রকম উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না | মহানগরী কলকাতায় জুন ও জুলাই মিলিয়ে এখনো পর্যন্ত বৃষ্টির পরিমাণ ৪০৮ মিলিমিটার যা স্বাভাবিকের তে ১৪০ মিলিমিটার কম | পশ্চিমবঙ্গের অন্যান্য অংশের পরিস্থিতি ও প্রায় একই রকম | সবচাইতে বেশি বৃষ্টির ঘাটতিতে ভুগছে নদীয়া জেলা যেখানে প্রায় বৃষ্টির দেখা নেই বললেই চলে | উত্তরবঙ্গের পার্বত্য এবং সংলগ্ন তরাই ও ডুয়ার্সের জেলাগুলিতে হিমালয় পর্বত থেকে ঘটা শৈলোৎক্ষেপ জনিত বৃষ্টিপাতে বৃষ্টিতে কোনরকম ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু তা বাদে দক্ষিণবঙ্গের অন্যত্র বৃষ্টির ব্যাপক ঘাটতি বজায় মন | এর পিছনে কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বর্ষার দক্ষিণবঙ্গে প্রবেশ জুন মাসের একদমই শেষ লগ্নে এবং তারপর থেকে স্বাভাবিকের প্রায় এক চতুর্থাংশ নিম্নচাপ তৈরি হওয়ার কারণে বৃষ্টিপাতের ঘাটতি ও সমপরিমাণ হওয়া | সাধারণত ঘুম না বর্তমান নিম্নচাপ পশ্চিমবঙ্গ ওড়িশা হয় ভেতরে ঢুকে মধ্য ভারতের দিকে চলে গেলে পূবালী বাতাসের জোর বেড়ে বৃষ্টি কিছুটা বাড়ে রাজ্যে কিন্তু এবারে জুলাই মাসে তৈরি হওয়া নিম্নচাপটি পূর্ব ভারত ছেড়ে মধ্য ভারতের দিকে অগ্রসর হতে পারছে না যার ফলে তা পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন অঞ্চলের উপর দাঁড়িয়ে আছে | যদিও এর ফলে গতকাল পশ্চিম বর্ধমানে ও বাঁকুড়া জেলার দু একটি অংশে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যায় তবে তা ঘটে দীর্ঘ প্রায় এক সপ্তাহ পরে | জুলাই মাসের বাকি দিনগুলিতেও উত্তরবঙ্গের পার্বত্য এবং সংলগ্ন অঞ্চলগুলি ছাড়া বাকি অংশে বৃষ্টিপাতের কোনরকম উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। ইমোতে অবস্থায় দক্ষিণবঙ্গে চাষের অবস্থা খুবই সংকটজনক অবস্থায় পৌঁছেছে তবে চাষী বন্ধুদের জন্য সুখবর তাদের এই সমস্যা মেটাতে ডিভিসি থেকে আগামী ২৫ শে জুলাই জল ছাড়া হতে পারে যা ক্যানেলে এসে পৌঁছাবে ২৭ জুলাই | আসার কথা আরো যা আগস্ট মাসের প্রথম সপ্তাহের দিকে কিছুটা হলেও হয়তো বৃষ্টিপাত বাড়তে পারে দক্ষিণবঙ্গে তবে তা কতটা বাড়বে ওটা আদৌ দক্ষিণবঙ্গের ঘাটতি মেটাতে পারবে কিনা তার উপর আমাদের নজর সর্বদা থাকবে

আবহাওয়া সংক্রান্ত আরো বিশদ তথ্য পেতে সর্বদা জুড়ে থাকুন আমাদের সাথে ।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......