এখন বৃষ্টির ঘাটতি হাওড়া জেলায় ২৫ শতাংশ তবে দুর্গাপুজোর প্রাক্কালে বৃষ্টির বাড়তি হবে হাওড়ায়।। - Weather of West Bengal

My weather, my bengal.

Friday, July 26, 2024

এখন বৃষ্টির ঘাটতি হাওড়া জেলায় ২৫ শতাংশ তবে দুর্গাপুজোর প্রাক্কালে বৃষ্টির বাড়তি হবে হাওড়ায়।।

নিজস্ব সংবাদদাতা জুন জুলাই মাস মিলিয়ে হাওড়া জেলায় বৃষ্টির ঘাটতি দাঁড়িয়েছে ২৫ শতাংশ জুন মাসে থাকা বৃষ্টির ঘাটতির বড় শতাংশ পূরণ হয়েছে। তাও হাওড়া জেলায় এখনো স্বাভাবিকের থেকে ২৫ শতাংশ কম বৃষ্টি দেখা যাচ্ছে হাওড়া জেলার বৃষ্টির ঘাটতি আগামী তিন মাসে অনেকটাই পূরণ হয়ে যাবে। এবং সেপ্টেম্বর অক্টোবর মাসে দীর্ঘমেয়াদী পূর্বাভাসে দেখা যাচ্ছে বৃষ্টির ঘাটতি কমে স্বাভাবিক বৃষ্টি তো হবেই বরং স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে ২০২৪ সালের দুর্গা পূজার প্রাক্কালে ব্যাপক বৃষ্টি হতে পারে হাওড়া জেলায় যার জন্য চাষীদের চাষের ক্ষেত্রে সুবিধা হবে তবে প্রচুর পরিমাণেতে স্বল্প সময়ে বৃষ্টি হলে সুবিদের থেকে অসুবিধাই হবে এবং ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০২৩এ এল নিনো পরিস্থিতি বিরাজ করেছিল দক্ষিণবঙ্গে। ২০২৪ সালের জুলাই মাসের পর থেকে লা নিনা সক্রিয় হবে প্রশান্ত মহাসাগরে লা লিনা যে সক্রিয় হতে চলেছে তার আভাস পাওয়া যাচ্ছে পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রাপিরুন ও জেমিনি নামের দুটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে এছাড়া ঘনঘন নিম্নচাপ সৃষ্টির প্রবণতা বেড়ে গেছে যা আগষ্ট সেপ্টেম্বর অক্টোবরে আরো বেড়ে যাবে কারণ পশ্চিম প্রশান্ত মহাসাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরের জলতল তাপমাত্রা পূর্ব প্রশান্ত মহাসাগরের থেকে ক্রমশই বাড়ছে। যার জন্য মেড ইন জুলিয়ান অসিলেশন বঙ্গোপসাগর ও প্রশান্ত মহাসাগরে সক্রিয় হচ্ছে আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে জলতল তাপমাত্রা অনেক বিজি থাকার কারণে মেডেন জুলিয়া অসিলেশন বেশিরভাগ সময় বঙ্গোপসাগর ও প্রশান্ত মহাসাগরে সক্রিয় থাকবে যার কারণে ঘন ঘন নিম্নচাপ সৃষ্টি হবে বঙ্গোপসাগর ও প্রশান্ত মহাসাগরে এই নিম্নচাপ গুলির প্রভাবে ২০২৪ সালে বর্ষা যেমন আসতে দেরি করেছে তেমনি যেতেও দেরি করবে পশ্চিমবঙ্গ থেকে বিশেষত উত্তরবঙ্গ থেকে স্বাভাবিক সময়ে বর্ষা বিদায় নিলেও ওই নিম্নচাপ গুলোর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে বিলম্বিত বর্ষা বিদায় দেখা যাবে যার জন্য দুর্গাপুজোর প্রাক্কালে বর্ষা অন্তিম মারণ কামড় দেখাতে পারে দক্ষিণবঙ্গে। অল্প সময়ে ভারী বৃষ্টির কারণে জলমগ্নতা বন্যা বা বন্যা সদৃশ পরিস্থিতি তৈরি হতে পারে সেপ্টেম্বর অক্টোবর মাসে। দুর্গাপুজোর সময় ভারী বৃষ্টির সম্ভাবনা গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা থাকলেও আশার কথা বর্ষার ঘাটতি অনেকটাই পূরণ হবে এবং স্বাভাবিকের থেকে বেশি বর্ষার তকমা পেতে পারে হাওড়া জেলা। 
Weather of West Bengal.
26/07/24

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......