নতুন করে ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত তৈরি হবে রবিবার।। - Weather of West Bengal

My weather, my bengal.

Saturday, August 24, 2024

নতুন করে ফের ঘূর্ণাবর্তের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বাংলাদেশের উপর ঘূর্ণাবর্ত তৈরি হবে রবিবার।।

নিজস্ব সংবাদদাতা: ২৫শে আগষ্ট ২০২৪ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ফের বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে যার জন্য কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনা নদীয়া মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রয়েছে বজ্রপাতের সম্ভাবনা তবে ঘূর্ণাবর্তটি সরে গেলে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে যা উড়িষ্যা মুখী হবার সম্ভাবনা রয়েছে যার জন্য সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকাংশে হ্রাস পেয়ে যাবে। আপাতত নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তরবঙ্গের জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের প্রভাবে। মাঝেমধ্যে। উপকূলীয় এলাকায় দমকা থেকে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। উপকূলীয় এলাকায় সমুদ্র উত্তাল হবার সম্ভাবনা রয়েছে।
ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গের কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে তীব্র বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে প্রবল বজ্রপাত আঞ্চলিক ভাবে দেখা যাবে। সমগ্র দক্ষিণবঙ্গে কমবেশি হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে আজ আরেকটি দুর্বল নিম্নচাপের সৃষ্টি হওয়ায় আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অঞ্চলেই প্রধানত মাঝারি বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে আগামী কয়েক দিনে ক্রমগত চলতে থাকা এই বৃষ্টিপাতের ফলে রাজ্যের সর্বত্র তাপমাত্রা প্রায় স্বাভাবিকের থেকে নিচে থাকার সম্ভাবনা আছে, ও এইরকম পরিস্থিতি আগামী গোটা সপ্তাহতেই লক্ষ্য করা যাবে।
Weather of West Bengal 
24/8/2024

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......