প্রকৃতিতে অভূতপূর্ব পরিবর্তন আগামী ৭ দিনে। বর্ণময় মেঘ বৈচিত্র্য যুক্ত আবহাওয়া দক্ষিণবঙ্গে। - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, August 26, 2024

প্রকৃতিতে অভূতপূর্ব পরিবর্তন আগামী ৭ দিনে। বর্ণময় মেঘ বৈচিত্র্য যুক্ত আবহাওয়া দক্ষিণবঙ্গে।

নিজস্ব সংবাদদাতা: খাতায় কলমে দক্ষিণবঙ্গে শুরু হয়েছে শরৎকাল। পড়ে গেছে ভাদ্র মাস। ভাদ্র ও আশ্বিন মাস এই দুটি মাস নিয়েই শরৎকালের বিস্তৃতি কিন্তু একের পর এক নিম্নচাপের হাত ধরে সেই শরতের উপলব্ধি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি দক্ষিণবঙ্গে দিনভর আকাশ মেঘাচ্ছন্ন মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে ধীরে ধীরে শরৎকালের সূচনা হতে চলেছে। দক্ষিণবঙ্গে সমগ্র দক্ষিণবঙ্গেই আবহাওয়া পরিস্থিতি আমুল পাল্টাতে চলেছে আগামী সাত দিনে আগামী ৭ দিনে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে চলেছে যার প্রভাবেই প্রথম শরৎকালীন আবহাওয়া দেখবে দক্ষিণবঙ্গ বুঝবে ধীরে ধীরে প্রকৃতি দেবী দুর্গার আগমন বার্তা ছড়িয়ে দিচ্ছে দিক দিগন্তরে। আগামী ২৭শে আগস্ট থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থাকা নিম্নচাপটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে এবং বৃষ্টিপাতের তীব্রতা বিগত দিনের তুলনায় কমতে শুরু করবে। সেই সঙ্গে ২৮শে আগস্ট থেকে ৩০শে আগস্ট এর মধ্যে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপের সৃষ্টি হবে এই নিম্নচাপটি বঙ্গোপসাগরের ওপর বেশ কিছুদিন থাকবে যার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পূবালী বাতাসের তীব্রতা বৃদ্ধি পাবে আর এই পূবালী বাতাসই শরতের পটভূমি তৈরি করবে দক্ষিণবঙ্গে। আগামী ৭ দিনে দক্ষিণবঙ্গে কি পরিবর্তন হবে তা দেখে নেয়া যাক। নিম্নচাপের প্রভাবে পূবালী বাতাস বেড়ে যাওয়ার কারণে ঝকঝকে রৌদ্রজ্জ্বল নীল আকাশের সঙ্গে পেঁজা তুলোর মত মেঘের উপস্থিতি দেখা যাবে সেই সঙ্গে নীল আকাশ আরো স্বচ্ছ হয়ে উঠবে। এবং গাঢ় হয়ে উঠবে এর পাশাপাশি পেজা তুলোর মত মেঘ ও নানা ধরনের মেঘের বৈচিত্র্য দক্ষিণবঙ্গের আকাশে দেখা যাবে মাঝেমধ্যে আকাশ কালো করে বৃষ্টি নামবে আবার বৃষ্টি কেটে গেলে নীল আকাশ বেরিয়ে আসবে তারই সঙ্গে অপরূপ সুন্দর সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যাবে। এই সূর্যোদয় ও সূর্যাস্ত। বিভিন্ন মেঘ বৈচিত্রের মধ্যে সংগঠিত হবে। যার জন্য সূর্যোদয় ও সূর্যাস্তের ছবি বা আকাশের ছবি প্রফেশনাল ভাবে নিয়ে থাকেন তারা সুন্দর সুন্দর আকাশের বর্ণশোভার ছবি তুলতে পারবেন। এর পাশাপাশি শরতের সোনাঝড়া রোদ্দুর দেখা যাবে। মাঝেমধ্যেই। বিশেষ করে গোধূলি বেলায় বা পড়ন্ত বিকালে। এর পাশাপাশি রংধনু, সূর্যশোভা ও চন্দ্রশোভা এবং ক্লাউড ইরিডেসেন্স দেখা যাবে আকাশে, কেন এই সমস্ত ঘটনা ঘটবে তার কারণ হিসেবে বলা যায় পূবালী বাতাসের প্রভাবে। পূর্ব দিক থেকে কালো মেঘ তৈরি হলে। এবং তাতে ঝকঝকে সূর্যের আলো প্রতিফলিত হয়ে রংধনু তৈরি করবে। পড়ন্ত বিকালে অস্তগামী সূর্যের আলো মেঘের চূড়ায় প্রতিফলিত হয়ে ক্লাউড ইরিডেসেন্স তৈরি করবে এছাড়া পূবালী বাতাসের প্রভাবে নীল আকাশ আরো স্বচ্ছ হয়ে উঠবে, যার জন্য নীল আকাশে জলীয়বাষ্পের প্রভাবে সিরাস মেঘ তৈরি হলে সূর্যের আলো প্রতিফলিত হয়ে সূর্যশোভা তৈরি করবে। আগামী সাত দিনে বৃষ্টিপাতের তীব্রতা বেশ খানিকটা কমে যাবে যার জন্য নদী তীরবর্তী অঞ্চল মাঠে ঘাটে কাশফুল ফোটার উপযোগী পরিবেশ তৈরি হবে। এছাড়া নদী-নালাতে শালুক ও পদ্মফুল ফোটার উপযুক্ত পরিবেশ তৈরি হবে। সামগ্রিকভাবে বলতে গেলে বাংলার প্রকৃতিতে আগামী সাত দিনে অভূতপূর্ব পরিবর্তন আসতে চলেছে। এবং যা শরতের প্রাথমিক পটভূমি তৈরি করতে চলেছে। তবে যেহেতু বৃষ্টিপাত কমে যাবে এবং রোদ চড়া হবে তাই তাই ঘর্মাক্ত অস্বস্তিকর গরম অনুভব হবে দক্ষিণবঙ্গে আসন্ন নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের দিকে অগ্রসর হবে যার জন্য দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি না হলেও উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ২৮শে আগস্ট থেকে ২রা সেপ্টেম্বরের মধ্যে। তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বা কয়েক দফায় বৃষ্টি হতে পারে ইতস্তত স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে তবে বজ্রপাতের তীব্রতা ভালোই থাকবে। কিছু কিছু অঞ্চলে স্থানীয় মাইক্রো ব্লাস্টের কন্ডিশন তৈরি হতে পারে। 
Weather of West Bengal 
26/8/24

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......