প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সেজে উঠবে দক্ষিণবঙ্গ। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, August 27, 2024

প্রকৃতির অপরূপ সৌন্দর্যে সেজে উঠবে দক্ষিণবঙ্গ।

নিজস্ব সংবাদদাতা: ২৭ শে আগস্ট সকালে ভারী বৃষ্টি দেখে অনেকের মনে প্রশ্ন জেগেছে খাতায় কলমে শরৎকাল পড়ে গেলেও এ বৃষ্টির কারণ কি? গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে নিম্নচাপের প্রভাবে গত ২৪ ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়েছে সেই নিম্নচাপটি বর্তমানে উত্তরপ্রদেশের ওপর অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবেই ২৭শে আগস্ট সকালে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাত দেখা যায় এবং বায়ুর চাপের তারতম্যের কারণে হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকে টর্নেডোসদৃশ পরিস্থিতি তৈরি হয়। তবে নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব এর জন্য বৃষ্টি আজ দক্ষিণবঙ্গে হয়নি বরং নিম্নচাপের প্রভাবে ঢুকে পড়া জলীয় বাষ্পের সংযুক্তির প্রভাবে সৃষ্টি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হয়েছে তবে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে এর পাশাপাশি আগস্টের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে আরেকটি নিম্নচাপ সৃষ্টি হবে। এই নিম্নচাপটি দক্ষিণবঙ্গে পূবালী বাতাস ঢুকিয়ে শরতের পটভূমি তৈরি করবে। অর্থাৎ ভরাবর্ষা থেকে শরতে রূপান্তরের প্রাথমিক সূচনা হতে চলেছে আগামী ৭২ ঘণ্টায় এবং আগামী ৭ দিনে দক্ষিণবঙ্গবাসী প্রকৃতিতে আগমনীর আগমনবার্তা অনুভব করবে। আগামী ৭ দিনে আরো সুস্পষ্ট হবে শরৎ। ঝকঝকে রোদসহ নীল আকাশ আবার কখনো কখনো মাঝেমধ্যে বৃষ্টি দেখা যাবে দক্ষিণবঙ্গে নীল আকাশে পেজা তুলোর মত মেঘ হঠাৎ করে পূর্ব দিক কালো হয়ে বৃষ্টি আবার নীল আকাশ এরকমই সুন্দর আবহাওয়া তৈরি হবে। পূবালী বাতাসের তীব্রতা বাড়ার জন্য আকাশ ঘন নীল হয়ে উঠবে এবং শরতের প্রথম আগমনে প্রকৃতি সুন্দরভাবে সেজে উঠবে। আগামী সাত দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ভরে উঠবে কাশফুলে জলাশয় শালুক ও পদ্মফুল ফুটবে বিভিন্ন রকম মেঘ বৈচিত্রে আকাশ বর্ণ ময় হয়ে উঠবে, সেই সঙ্গে আকাশে রংধনু সূর্যশোভা ও ক্লাউড ইরিডেসেন্স এর মত সুন্দর সুন্দর নয়নাভিরাম প্রাকৃতিক ঘটনাবলী দেখা যাবে। আগামী ৭ দিনে দক্ষিণবঙ্গে মাঝেমধ্যে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে যেহেতু রোদের তেজ বাড়বে এবং বর্ষা বিদায় এখনো হয়নি তাই ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম অনুভব হবে দক্ষিণবঙ্গে আগামী সাত দিনে উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে বেশিরভাগ সময়ই সুন্দর নয়নাভিরাম আবহাওয়া চোখে পড়বে, বঙ্গোপসাগরে তৈরি হতে চলা, নিম্নচাপটি ওড়িশার দিকে অগ্রসর হবে তাই বৃষ্টিপাতের বেশিরভাগটাই উড়িষ্যায় হবে। এবং দক্ষিণবঙ্গে এর প্রভাবে বিক্ষিপ্ত কিছু বৃষ্টি দেখা যাবে এবং মেঘ বৈচিত্র্য বাড়বে, বৃষ্টিপাত আগামী ৭ দিনে অনেকটাই কমে যাওয়ার কারণে বর্তমান চলা জলমগ্নতা হ্রাস পাবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে বাংলাদেশের বন্যা পরিস্থিতি উন্নতি হবে। আগামী সাতদিন বেশিরভাগ সময়ই দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ। ও বিক্ষিপ্তভাবে কিছু কিছু সময় বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বৃষ্টি হতে পারে তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে আঞ্চলিক স্বল্প স্থায়ী ভারী বৃষ্টি কিছু সময়ের জন্য দেখা যাবে। যেহেতু আকাশ পরিষ্কার থাকবে রোদের উপস্থিতি বাড়বে তাই পরিচালন প্রক্রিয়ায় সৃষ্টি হওয়া বজ্রগর্ভ মেঘ থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা করা হচ্ছে। 
Weather of West Bengal 
27/8/2024

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......