নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে বজ্রপাতের দিক থেকে এক নতুন সংযোজন শুকনো বজ্রপাত বা ড্রাই লাইটেনিং। শুকনো বজ্রপাত এমন একটি প্রাকৃতিক ঘটনা যেখানে বৃষ্টি হয় না আকাশে মেঘ থাকে এবং হঠাৎ করেই তীব্র বজ্রপাত দেখা যায়। ২৯শে আগস্ট হাওড়া জেলার কিছু কিছু অঞ্চলে শুকনো বজ্রপাতের মত ঘটনা দেখা গেছে। যা রীতিমতো এক ভয়াবহ পরিস্থিতি শুকনো বজ্রপাতের ক্ষেত্রে কিউমুলোনিম্বাস মেঘ খুব কাছাকাছি তৈরি হয় এবং নিম্নস্তরে শুষ্কতার কারণে অধক্ষেপণ বা বৃষ্টিপাত হওয়ার আগেই বাষ্পীভূত হয়ে যায় এবং ভূপৃষ্ঠের সঙ্গে মেঘের আয়নের সংযুক্তির কারণে হঠাৎ করেই কোন একটি অঞ্চলে বজ্রপাত সৃষ্টি হতে পারে এর অন্য একটি কারণ আছে যখন বজ্রগর্ভ মেঘটি হঠাৎ করেই অনুকূল পরিস্থিতিতে খুব কম সময়ের মধ্যে অনেকটা উপর পর্যন্ত বিস্তৃত হয়ে যায় এবং বৃষ্টিপাত আসার আগেই প্রবল একটি বজ্রপাত সৃষ্টি করে। এই শুকনো বজ্রপাত বা ড্রাই লাইটেনিং মূলত মরুভূমি অঞ্চল বা অর্ধ মরুভূমি অঞ্চলে দেখা যায় তবে ক্রান্তীয় অঞ্চলে পরপর বেশ কিছুদিন বৃষ্টিপাত না হলে এবং রৌদ্রজ্জ্বল আবহাওয়া থাকলে তার মধ্যে যদি পরিচলন প্রক্রিয়ায় মেঘ তৈরি হয় সেক্ষেত্রে শুষ্ক বজ্রপাতের সম্ভাবনা বাড়ে বজ্রগর্ভ মেঘের একদিকে প্রবল বৃষ্টি ও বজ্রপাত ও শুষ্ক দিকটিতে হঠাৎ তীব্র বজ্রপাত দেখা যেতে পারে সেক্ষেত্রে বৃষ্টি না হলেও বজ্রপাত হতে পারে। শুষ্ক বজ্রপাত মূলত আমেরিকা যুক্তরাষ্ট্র সাহারা মরুভূমি এই সমস্ত অঞ্চলে দীর্ঘদিন বৃষ্টিপাত না হলে তার মধ্যে হঠাৎ করে কোন একদিন বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলে শুষ্ক বজ্রপাত হতে পারে। ২৯ আগস্ট হাওড়া জেলার জগৎবল্লভপুর ব্লকের অন্তর্গত মাজু অঞ্চলে দুপুরের দিকে হঠাৎ করেই বৃষ্টিহীন শুষ্ক বজ্রপাত দেখা যায় যা সত্যি চিন্তার বিষয়। আগামী ৫ দিনে দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে মূলত আংশিক মেঘলা আকাশ ও শরৎকালীন আবহাওয়া দেখা যাবে। তবে সূর্যের তাপ বেশি থাকার জন্য এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে এবং মাইক্রো ব্লাস্ট বা ছোট ছোট অঞ্চলে স্বল্প স্থায়ী তীব্র বৃষ্টিপাত নামাতে পারে এই সমস্ত বজ্রগর্ভ মেঘগুলি। খুব ছোট অঞ্চলে তৈরি হলেও এক একটি বজ্রগর্ভ মেঘ থেকে বিপদজনক বজ্রপাতের সম্ভাবনা থাকছে বিপদজনক ক্লাউড টু গ্রাউন্ড বজ্রপাত দেখা যেতে পারে এবং বজ্রপাতের মাত্রাও যে সমস্ত অঞ্চলে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখানে বেশি হতে পারে তাই বজ্রগর্ভ মেঘ দেখলে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হীন শুষ্ক বজ্রপাত দেখা যেতে পারে বজ্রগর্ভ মেঘের সঞ্চার ও পরিসর বাড়ানোর প্রবণতার উপর ভিত্তি করে। সমস্ত দক্ষিণবঙ্গে কমবেশি বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে, কলকাতা হাওড়া উপকূলীয় অঞ্চলেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে তীব্র বজ্রপাত ও ছোট ছোট অঞ্চলে স্বল্প স্থায়ী ভারী বৃষ্টি হতে পারে। তাই বজ্রগর্ভ মেঘ সঞ্চার হলেই দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান বিশেষ করে পাকা বাড়ির নিচে আশ্রয় নিন। বর্তমানে আরব সাগরের উপর একটি অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে। এছাড়াও বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অবস্থান করছে। বঙ্গোপসাগরে নিম্নচাপটি ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে আগামী ৭২ ঘণ্টায়, যার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা থাকছে।
Weather of West Bengal
30/8/2024
No comments:
Post a Comment