নিম্নচাপের হাত ধরে তীব্র ভ্যাপসা গরম। কবে মিলবে মুক্তি?? - Weather of West Bengal

My weather, my bengal.

Sunday, September 01, 2024

নিম্নচাপের হাত ধরে তীব্র ভ্যাপসা গরম। কবে মিলবে মুক্তি??

নিজস্ব সংবাদদাতা: বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বেড়েছে অস্বস্তিকর গরম এবং দেখা যাচ্ছে শরৎকালীন আবহাওয়া। বেশিরভাগ সময় রোদ ঝলমলে আকাশ ও প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভব হচ্ছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩৩-৩৪°সে এর আশপাশে। অন্ধ্রপ্রদেশ উপকূলে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ অতিক্রম করে তেলেঙ্গানার দিকে অগ্রসর হচ্ছে যার জন্য ওড়িশা অন্ধ্রপ্রদেশ ও ছত্রিশগড় রাজ্যে আগামী ৪৮ ঘণ্টায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম অনুভব হবে এবং বেশিরভাগ সময় আংশিক মেঘলা আকাশ থাকবে। অসস্তিকর গরম থেকে কবে মিলবে মুক্তি? ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল জানাচ্ছে অসস্তিকর গরম থেকে এখনি মুক্তির সম্ভাবনা নেই তবে স্থানীয় ভাবে খুব ছোট ছোট অঞ্চলে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বজ্রপাতের তীব্রতা বেশি থাকবে। তবে ৫ থেকে ৮ই সেপ্টেম্বরের আশেপাশে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হবার সম্ভাবনা তৈরি হচ্ছে যা পরবর্তী পর্যায়ে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যার জন্য সেপ্টেম্বরের ৭ তারিখ ও তার পর থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। প্রাথমিক অনুমানের উপর ভিত্তি করে বলা যাচ্ছে সিস্টেমটি ওড়িশা রাজ্যের দিকে অগ্রসর হতে পারে। তাই সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে প্রথম সপ্তাহের থেকে কিছুটা হলেও বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে।
Weather of West Bengal 
1/9/2024

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......