দক্ষিণবঙ্গের আশার আলো সরছে নিম্নচাপ . - Weather of West Bengal

My weather, my bengal.

Monday, September 16, 2024

দক্ষিণবঙ্গের আশার আলো সরছে নিম্নচাপ .

গত তিনদিন ধরে দক্ষিণবঙ্গবাসীদের নিম্নচাপের দ্বারা প্রচুর বৃষ্টি পাওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই জল জমেছে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এই নিম্ন চাপের প্রভাবে ভাল রকম বৃষ্টিপাত দেখা গেছে শুধু তাই নয় গোটা দক্ষিণবঙ্গে পশ্চিমাঞ্চল জেলা থেকে শুরু করে বিভিন্ন জেলাগুলিতে মাঝারি থেকে ভারী কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা দেখা গেছে, এই নিম্নচাপের প্রভাবে নদনদী অনেকটাই স্বাভাবিক থেকে ফুলেঁপে উঠেছে, তবে এই নিম্নচাপ থেকে দক্ষিণবঙ্গবাসী অনেকটা উপকৃত হয়েছে কারণ দীর্ঘদিন যাবত বৃষ্টি কম হওয়ার ফলে বিভিন্ন জায়গায় খরার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল তবে এই নিম্ন চাপে প্রভাবে তা অনেকটাই মিটে গেছে। এবং কৃষক ভাইদের মুখে হাসি ফুটেছে তবে এই নিম্নচাপের প্রভাবে এত বৃষ্টিপাতের ফলে অনেক জায়গায় জলমগ্ন এবং বিভিন্ন চাষবাসেরও আবার ক্ষতির সম্ভাবনা দেখা গেছে। আপাতত এই নিম্নচাপ টি ঝাড়খণ্ডের দিকে অগ্রসর হয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় এটি আরো উত্তর উত্তর পশ্চিমের দিকে অগ্রসর হয়ে মধ্যপ্রদেশের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে আগামী দিনে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কিন্তু দুর্যোগ মুক্ত আবহাওয়া থাকবে। এরই সাথে শরৎকালের আবহাওয়া ফিরে আসতে পারে তবে ঘর্মাক্ত অস্বস্তিকর গরম কিন্তু কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজায় থাকবে আগামী দিনে। 
দিনের তাপমাত্রা আগামী দিনে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ধীরে ধীরে বাড়বে এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় স্বাভাবিক থাকবে বলে মনে করা হচ্ছে। আগামী দিনগুলিতে আপাতত কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।তবে এই সপ্তাহের শেষের দিকে আবারো একটি নিম্নচাপের আশঙ্কা করা হচ্ছে যার ফলে আবারো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে তবে সে বিষয়ে আমাদের ওয়েদার অফ ওয়েস্টবেঙ্গলে তরফ থেকে বিশ্লেষণ চলছে এবং সেটির উপর নজর রাখা হচ্ছে কিছু হলে আমরা জানিয়ে দেবো আমাদের সাথে থাকুন।।

No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......