নিম্নচাপ সরলেও বিপদ কাটছে না। - Weather of West Bengal

My weather, my bengal.

Tuesday, September 17, 2024

নিম্নচাপ সরলেও বিপদ কাটছে না।

এ যেন একের পর এক বিপদ লেগেই রয়েছে গোটা বঙ্গ জুড়ে। ইতিমধ্যেই নিম্নচাপ সরে গিয়ে উত্তরপ্রদেশের তথা মধ্য প্রদেশের ওপর অবস্থান করছে, এর ফলে মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে। আগামী ৪৮ ঘণ্টা এই ভারী বৃষ্টি বজায় থাকবে ওই সমস্ত রাজ্যে, কিন্তু এ রাজ্যে নিম্নচাপ সরে গেলেও বিপদ বাড়াচ্ছে ডিভিসি থেকে জল ছাড়া, ইতিমধ্যেই বিপুল পরিমাণে জল ছেড়েছে ডিভিসি। এই জল ছাড়া মূলত কারণ হলো এই অতি গভীর নিম্নচাপ টি ঝাড়খণ্ডের ওপর অবস্থান করার ফলে প্রচুর পরিমাণে বৃষ্টি দিয়েছে যার ফলে ডিভিসি জল ছেড়েছে। ইতিমধ্যেই জানা যাচ্ছে যে জল ছাড়ার পরিমাণ আজ সকাল ৬:৫৪ তে ২ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে, ইতিমধ্যেই এই এত জল ছাড়ার ফলে চিন্তার ভাজ ফেলেছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে, ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলি বৃষ্টির ফলে জলমগ্ন হয়েছিল এবং এর প্রভাবে পুরোপুরি বন্যা সামনে দাঁড়িয়ে আছে আগামী দিনে। পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে আগামী দিনের জল বাড়বে নদীর এবং বিভিন্ন জায়গায় জল বৃদ্ধি হবার ফলে নিচু জায়গায় ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই জনসাধারণকে বলা হচ্ছে আগামী দিনে শুকনো খাবার এবং পানীয় জল সংগ্রহ করে রাখুন যেহেতু ডিভিসি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়া হচ্ছে তাই আগামী দিনে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বন্যার আশঙ্কা রয়েছে। যারা নদীর কাছাকাছি বসবাস করেন তাদের ইতিমধ্যেই এই জল থেকে দূরে চলে যাওয়ার অনুরোধ করা হচ্ছে কারন আগামী দিনে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বন্যা সম্মুখীন হতে চলেছে। শুধু এখানেই শেষ নয় ইতিমধ্যেই ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আবহাওয়া বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এই সপ্তাহ শেষে আবারো ভারী বৃষ্টি পূর্বাবাস মিলেছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। তো সেই দিকে কড়া নজরদারি চলছে যে এই ভারী বৃষ্টিটা কবে এবং কতটা হতে পারে এই বিষয়ে আমরা বিস্তারিত জানিয়ে দেব। তবে এখন যদি এই বন্যা মোকাবিলা না করা যায় তাহলে কিন্তু গোটা বাংলায় ঘোর বিপদ আসছে কারণ আগামী দিনে যদি আবারো বৃষ্টিপাত বাড়ে তাহলে কিন্তু নদীর জলস্তর আরো বৃদ্ধি পাবে এবং বন্যা আরো ভয়াবহ আকার ধারণ করবে। তাই ইতিমধ্যেই সমস্ত জেলা কে সতর্ক করা হচ্ছে যে আপনারা সাবধানে থাকুন এবং শুকনো খাবার পানীয় জল নিজেদের কাছে সংগ্রহ রাখুন। 
আমরা আগামী দিনের আবহাওয়ার ওপর কড়া নজরদারি চালাচ্ছি কিছু হলে আমরা জানিয়ে দেবো আমাদের ফেসবুক পেইজের নজর রাখুন।


No comments:

Post a Comment

Weather Prediction Model

Comming Soon......