আবারো গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়তে চলেছে। এখনো অব্দি গোটা দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বন্যার পরিস্থিতি বজায় রয়েছে জল এখনো নামেনি তারি মধ্যে আবারো বৃষ্টির সম্ভাবনা দেখা গেছে গোটা দক্ষিণ বঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টিটা কিছুটা কম হলেও দক্ষিণবঙ্গে আবারো বৃষ্টি বাড়বে। ইতিমধ্যেই বিভিন্ন চাষের জমি থেকে শুরু করে ফল সমস্ত কিছু ক্ষয়ক্ষতির হয়েছে। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আগামী ৭২ ঘণ্টায় গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টি ধীরে ধীরে বাড়বে। তবে একটাই স্বস্তির খবর যে একনাগারে বৃষ্টির সম্ভাবনা নেই। সমস্ত জায়গায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে যেহেতু এই বন্যা পরিস্থিতি তাই নিচু জায়গা আবারো নতুন করে জল জমতে পারে। যে সমস্ত অঞ্চলে নিচু জায়গায় আছে নতুন করে জল জমতে পারে তবে যেহেতু একনাগরে বৃষ্টি হবে না তাই বড় রকম দুর্যোগে আপাতটা আশঙ্কা কম। আগামী ৭২ ঘণ্টার পর থেকে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। উত্তর-পশ্চিম তথা বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হবে যার ফলে এই বৃষ্টিপাতের সম্ভাবনা। এই নিম্নচাপকে ক্রমাগত উড়িষ্যার দিকে চলে যাবার ফলে বাংলার বড়সড় দুর্যোগের আশঙ্কা কম।
No comments:
Post a Comment